অলংকৃত শব্দ কিংবা বাক্যের ভেতর থেকে
সুন্দর বেরিয়ে এলে তুমি যেতে পারবে না কবিকে রেখে
একা। তোমার পিছু নেবেন কবি পথে পথে
যতদূর তুমি যাবে ততদূর পর্যন্ত কোনোমতে
হলেও তোমার সাথে থাকার চেষ্ট করবেন কবি।
কবিকে তুমি বিজ্ঞানী বলতে পারো
এইজন্যে যে নিয়ম-সূত্রের হিসেব ছাড়া তারও
আবিস্কারের ক্ষমতা আছে। সারাক্ষণ
শব্দ ও বাক্যের অন্তর খুঁড়ে খুঁড়ে তিনি হন
সুন্দরতম ভাষা ও বোধের উদ্ভাবক।
কবি'র ভাষা কিংবা শব্দ আততায়ী হতে পারে
এবং সহজেই মনের দরোজার কড়াও নাড়ে।
Friday, November 23, 2007
'মনের মানুষ'র প্রেম/সারওয়ার চৌধুরী
'ঠিক যে দরবেশও খানা পিনা করে, তুমি যে-বস্তু খাদ্য থেকে গ্রহন করো দরবেশেরও সেটা দরকার
কিন্তু মানুষের আহার থেইকা দরবেশ অন্য যে বস্তু সংশ্লেষণ করে তুমি তার সন্ধান এখনও জানো না
তোমার খাদ্য একদিকে রূপান্তরিত হয় জীব দেহে আর অন্যদিকে পরিত্যক্ত হয় মিউনিসিপ্যালিটির বর্জ্যে
অথচ দরবেশের আহার রুপান্তরিত হয় আল্লার নূরে-মানুষের খাদ্য থেকে সালোক সংশ্লেষণের সেই তরিকা তুমি জানো না।
সিদ্ধির মাত্রা অনুযায়ী দরবেশের আহার কমে, তার আকাংখা শুকনা চামড়ার মতো খইসা যায়
অথচ ফরহাদ তোমার শরীর কেন মোটা হইতে থাকে? গালে চিকনাই? কামনা বাসনা শেষ হয় না?
দেখো, দরবেশ যখন মরে তুমি তখনো তাকে জ্যান্তই ইহলোকে ঘোরাফিরা করতে দেখ-এই এক মৃত্যু!
আজরাইলের জন্য দরবেশ অপেক্ষা করে না, অথচ জবরদস্তি ছাড়া আজরাইল তোমার জান নিতে পারবো না।
.............
তুমি খাদ্য খাইলেই কেন সেটা হিংসার শরীর হয়, তোমার নিঃশ্বাস কেন পরিণত হয় কামে এবং ক্রোধে?
অথচ দরবেশ একই আহার পরিণত করে নিহেতু প্রেমে-কীভাবে সেটা ঘটে একবারও তা ভাইবা দেখলা না।'
প্রেম/ফরহাদ মজহার
দরবেশ কি মানুষ? হ্যাঁ মানুষ। সাধারণ মানুষ না। অসাধারণ। সাধারণ মানুষের সারি থেকে অসাধারণের সারিতে উন্নীত। কারো ইনবর্ন ফ্যাকাল্টিও থাকতে পারে। উত্তরণ ঘটে সংস্কারের ধারায়। ধৌতকরণ প্রক্রিয়ার অবশেষ ময়লামুক্ত-বিশুদ্ধ। বাংলার ভাব জগতের ভাষায় যাকে বলা হয় 'সহজ মানুষ'। এই 'সহজ মানুষ' দরবেশ। অধম থেকে উত্তমে রুপান্তরিত। অধমের মানবীয় জীবনাচার উত্তমের মধ্যে থাকা সত্তেও অধম থেকে আলাদা।
সিগমুন্ড ফ্রয়েডের ভাষ্যকার জ্যাক লাকাঁ মানুষকে দুই ভাগে ভাগ করেছেন বলে জানা গেলো। এগো ও সাবজেক্ট। সাবজেক্টকে জার্মান ভাষায় বলা হয় 'সুবিয়েক্ট'। আর ফরাসি ভাষায় 'সুজে'। এই 'সুজে' শব্দটির সাথে কাকতালীয়ভাবে বাংলার 'সহজ মানুষ' এর মিল আছে। (এই তথ্য পাওয়া গেছে পন্ডিত লেখক সলিমুল্লাহ খানের একটি লেখায়।)
আসল কথা হলো, দরবেশ ইন্দ্রিয় দমনে তত্পর। সুকঠিন যোগ-সাধনে মগ্ন। তাই তাঁর খাদ্য সালোক সংশ্লেষণের মাধ্যমে বিশেষ আলোকের রূপ ধরে। তিনি সারাক্ষণ 'অধরা মানুষ' ধরার সাধনায় ডুবে আছেন। তাঁর মধ্যে সাধারণ মানুষের মতো দৈহিক কাম তৃষ্ণার পাশাপাশি 'মনের মানুষ'কে ধরার তৃষ্ণা ক্রিয়াশীল। ধীরে ধীরে, ধাপে ধাপে দরবেশের ষড়ঋপু লুপ্ত হতে থাকে। আর নিজের সাথে নিজের দেখা হয়ে যায়। এই অবস্থায় দরবেশ 'জ্যান্তে-মরা'। এ প্রসঙ্গে আহমাদ ছফা'র 'ওঙ্কার' গল্পের বোবা বউয়ের 'বাংলা' বলেই জ্ঞান হারানোর ব্যাপারটি 'সহজ মানুষ'র প্রতীকী ব্যাঞ্জনা।
কিন্তু মানুষের আহার থেইকা দরবেশ অন্য যে বস্তু সংশ্লেষণ করে তুমি তার সন্ধান এখনও জানো না
তোমার খাদ্য একদিকে রূপান্তরিত হয় জীব দেহে আর অন্যদিকে পরিত্যক্ত হয় মিউনিসিপ্যালিটির বর্জ্যে
অথচ দরবেশের আহার রুপান্তরিত হয় আল্লার নূরে-মানুষের খাদ্য থেকে সালোক সংশ্লেষণের সেই তরিকা তুমি জানো না।
সিদ্ধির মাত্রা অনুযায়ী দরবেশের আহার কমে, তার আকাংখা শুকনা চামড়ার মতো খইসা যায়
অথচ ফরহাদ তোমার শরীর কেন মোটা হইতে থাকে? গালে চিকনাই? কামনা বাসনা শেষ হয় না?
দেখো, দরবেশ যখন মরে তুমি তখনো তাকে জ্যান্তই ইহলোকে ঘোরাফিরা করতে দেখ-এই এক মৃত্যু!
আজরাইলের জন্য দরবেশ অপেক্ষা করে না, অথচ জবরদস্তি ছাড়া আজরাইল তোমার জান নিতে পারবো না।
.............
তুমি খাদ্য খাইলেই কেন সেটা হিংসার শরীর হয়, তোমার নিঃশ্বাস কেন পরিণত হয় কামে এবং ক্রোধে?
অথচ দরবেশ একই আহার পরিণত করে নিহেতু প্রেমে-কীভাবে সেটা ঘটে একবারও তা ভাইবা দেখলা না।'
প্রেম/ফরহাদ মজহার
দরবেশ কি মানুষ? হ্যাঁ মানুষ। সাধারণ মানুষ না। অসাধারণ। সাধারণ মানুষের সারি থেকে অসাধারণের সারিতে উন্নীত। কারো ইনবর্ন ফ্যাকাল্টিও থাকতে পারে। উত্তরণ ঘটে সংস্কারের ধারায়। ধৌতকরণ প্রক্রিয়ার অবশেষ ময়লামুক্ত-বিশুদ্ধ। বাংলার ভাব জগতের ভাষায় যাকে বলা হয় 'সহজ মানুষ'। এই 'সহজ মানুষ' দরবেশ। অধম থেকে উত্তমে রুপান্তরিত। অধমের মানবীয় জীবনাচার উত্তমের মধ্যে থাকা সত্তেও অধম থেকে আলাদা।
সিগমুন্ড ফ্রয়েডের ভাষ্যকার জ্যাক লাকাঁ মানুষকে দুই ভাগে ভাগ করেছেন বলে জানা গেলো। এগো ও সাবজেক্ট। সাবজেক্টকে জার্মান ভাষায় বলা হয় 'সুবিয়েক্ট'। আর ফরাসি ভাষায় 'সুজে'। এই 'সুজে' শব্দটির সাথে কাকতালীয়ভাবে বাংলার 'সহজ মানুষ' এর মিল আছে। (এই তথ্য পাওয়া গেছে পন্ডিত লেখক সলিমুল্লাহ খানের একটি লেখায়।)
আসল কথা হলো, দরবেশ ইন্দ্রিয় দমনে তত্পর। সুকঠিন যোগ-সাধনে মগ্ন। তাই তাঁর খাদ্য সালোক সংশ্লেষণের মাধ্যমে বিশেষ আলোকের রূপ ধরে। তিনি সারাক্ষণ 'অধরা মানুষ' ধরার সাধনায় ডুবে আছেন। তাঁর মধ্যে সাধারণ মানুষের মতো দৈহিক কাম তৃষ্ণার পাশাপাশি 'মনের মানুষ'কে ধরার তৃষ্ণা ক্রিয়াশীল। ধীরে ধীরে, ধাপে ধাপে দরবেশের ষড়ঋপু লুপ্ত হতে থাকে। আর নিজের সাথে নিজের দেখা হয়ে যায়। এই অবস্থায় দরবেশ 'জ্যান্তে-মরা'। এ প্রসঙ্গে আহমাদ ছফা'র 'ওঙ্কার' গল্পের বোবা বউয়ের 'বাংলা' বলেই জ্ঞান হারানোর ব্যাপারটি 'সহজ মানুষ'র প্রতীকী ব্যাঞ্জনা।
Wednesday, November 21, 2007
এক আহত পথিকের কথা
জিউস কন্যা আর্টিমিসের তীব্রতা ধার করে এনে
ভালোবাসা তার বক্ষে মেরেছে কথার তীর, বিষমাখা...
ভূপাতিত পড়ে থাকা পৃথিবীর পথে অচেনা পথিক
এতোটুকু শুশ্রুষা দেয়ার কেউ নেই
কারো জানা নেই তার আহত হওয়ার খবর
কেউ জানে না এই পথিকের হৃদপিন্ড বিক্ষত, রক্তাক্ত
ভালোবাসার জন্য মরুভূমির পথে দিন রাত যদিও
পথিক বঙ্কিম পথে যেতে পারে না কিছুতেই
আর্টিমিস-ভালোবাসা তা টের পেয়েছিলো শতভাগ
যে-ভালোবাসার জন্য পথিক কেঁদেছে নিভৃতে একাকি
বছরের পর বছর, দিনের পর দিন
এই কথা জানে পৃথিবী ও তার কক্ষপথের ঘূর্ণন
কিন্তু মানুষেরা জানে না
সেই ভালোবাসা আর্টিমিস হয়ে মেরেছে তীর
যখন সে পরিশ্রান্ত-ক্লান্ত বহুবিধ দুঃখের প্রান্তরে
যন্ত্রণা কাতর পথিকেরে আমি দেখে বেদনা ভারাক্রান্ত হয়েছি
এবং শুনিয়েছি কাজী নজরুল ইসলাম-
'মুসাফির মোছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া...
Tuesday, November 6, 2007
তুমি কোন কাননের ফুল, পর্ব-৩
মত্স্যকন্যা বললো, যাক ওসব কথা। বলুন কেমন আছেন আপনি?ভালো। -বলি আমি।সে প্রশ্ন করে-গত রাতে ঘুম হয়েছিলো?আমার জবাব-হ্যাঁ, তবে প্রায় এক ঘন্টা বিছানায় এপাশ ওপাশ ফিরেছি। বারবার মনে পড়েছে- বিস্ময়কর এক মত্তস্যকন্যার সাক্ষাত পেয়েছি। ব্যাপারটা কি! মত্তস্যকন্যা তাইলে শুধু ফ্যান্টাসি না। বাস্তব। বিস্ময়কর বাস্তব!সাগরকন্যা বললো-আমার দেরি হওয়াতে আপনি বিচলিত হয়েছিলেন?আমি বলি-হ্যাঁ। একবার মনে হয়েছিলো, হয়তো আর আসবেন না। আপনি পূর্ণ মানবি রূপ ধারণ করতে পারবেন না। খামাখা বলেছিলেন। আচ্ছা, ইয়ে, আপনার কি মানবী রূপে মানুষের সমাজে স্থায়ী হওয়ার বাসনা হয় না?-হয়। কিন্তূ সম্ভব না।-কেন?-বিশেষ ক্ষমতাটা সীমিত। রিমোট কন্ট্রল দ্বারা নিয়ন্ত্রিত মনে হয়।-রিমোট কন্ট্রল কার হাতে?-বলতে পারেন খোদার হাতেই।-মানবী হওয়ার প্রক্রিয়াটা কি রকম?-ইচ্ছে করলেই হতে পারি। শর্ত হলো, ইচ্ছেটার পেছনে মহত উদ্দেশ্য থাকতে হবে। কখনো নির্ভেজাল বিনোদনের চান্স পাই।-নির্ভেজাল বিনোদন মানে?-মানে হলো, যে বিনোদনের ফলে কারো কোন প্রকার ক্ষতির সম্ভাবনা জিরো। এই যেমন ধরুন, আপনার সঙ্গে কথা বলার জন্য মানবী রূপ ধারণ করার পেছনে মহত উদ্দেশ্য এবং বিনোদন দুটাই ছিলো।-মহত উদ্দেশ্যটা কী?-ওরে বাব্বা, ওইটা তো এখনি বলা যাবে না। এতো জলদি উপসংহারে যেতে চান?-না না ঠিক আছে। আপনার মর্জি। উপসংহার দেরিতেই আসুক।আমি জিগ্যেস করি-আচ্ছা, এই যে বললেন, মানবীরূপে সীমিত সময় পর্যন্ত থাকার কথা, অর্থাত্ আমি জানতে চাইছি, সীমিত সময়ের সীমা টের পান কীভাবে?সে বলে-সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সিগন্যাল পাই। সিগন্যালটা এ রকম,- 'আর মাত্র পাঁচ মিনিট বাকি, মত্স্যকন্যা রূপ ধারণের জন্য প্রস্তুত হও এবং মনে মনে ইচ্ছেটা শাণিত করো।' একবার আমি, দেরি করতে চেয়েছিলাম। দেখি, আমার সমস্ত শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মনে হলো, আমার শরীর কিছুক্ষণ পর বিস্ফোরিত হবে। আমি তাড়াতাড়ি মত্স্যকন্যা রূপ ধারণের ইচ্ছে জাগাই আমার মস্তিস্কে।তখন, মানে সেই দিনগুলোতে, আমরা, আমি আর আমার মা,প্রাচিন হেলিক নগরীর একটি দালানে থাকতাম। দালানটা কোথায় জানেন?আমি বলি-আপনি ভূমধ্যসাগরে তলিয়ে যাওয়া আটলান্টিস নগরীর কথা বলছেন?সে বলে-হ্যাঁ, দার্শনিক প্লেটো ওটাকে আটলান্টিস বলতেন। খৃষ্টপূর্ব ৩৭০ সালের কথা, তখন গ্রীক সভ্যতার সুবর্ণকাল। আধুনিক সমাজ সংস্কৃতি সমৃদ্ধ আচিয়ান লীগ কনফেডারেশনের রাজধানী ছিলো আটলান্টিস। প্রত্নতাত্তিকরা একে নাম দিয়েছেন হেলিক। এই নগরী, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প ও সুনামীর আঘাতে সমুদ্রের তলদেশে চলে যায়।আমি জানতে চাই-আপনি লেখাপড়া করলেন কীভাবে? আপনার অভিভাবক কে ছিলেন?পূর্ণ মানবী মত্স্যকন্যা বললো-আমাকে এখন মত্স্যকন্যা ডাকার দরকার নাই। আমার সমস্যা হবে। আপনি আমাকে 'ম' বলে ডাকবেন।-'ম' মানে কী?-'ম' মানে ম। ম অর্থহীন। আবার ম অনেক প্রকার শব্দের অদ্যাক্ষর। যার যা খুশি মনে করুক। আর অভিভাবক তো বাবাই ছিলেন।-বাবার কাছে গেলেন কীভাবে?গম্ভীর হয়ে ম বলতে শুরু করলো-মা মত্স্যমানবী হয়ে সমুদ্র গর্ভে চলে যাওয়ার পর, বাবা মৃত্যুর পূর্ব পর্যন্ত স্বাভাবিক জীবন যাপন করতে পারেন নি। দু'একদিন পর পর শহর ছেড়ে নিকটবর্তী গ্রামে চলে যেতেন। গ্রামের পথে পথে মাইলের পর মাইল হাঁটতেন একা একা। বাবা ছিলেন শিক্ষক। কলেজের অধ্যাপক। আত্মীয়-স্বজন বন্ধুরা বাবাকে বুঝাতেন। পরামর্শ দিতেন- 'আপনি পুরুষ মানুষ। এতোটা ভেঙ্গে পড়া মানায় না। আবার বিয়ে করুন। সংসারী হোন।' বাবা মাথা নেড়ে না করতেন। কারো প্রশ্নের দীর্ঘ জবাব দিতেন না। সংক্ষিপ্ত, হাঁ অথবা না। একবার শুধু তার প্রিয় বন্ধুটির এক প্রশ্নের জবাবে বলেছিলেন-'তোমরা আমাকে প্রশ্ন করো না। আমি এই জগতের লীলা কিছুই বুঝি না। আমি এক মূর্খ, বেওকুফ।' আসলে বাবা ছিলেন একজন মেধাবী অধ্যাপক। কলেজের ছাত্রদের প্রিয় শিক্ষক। ইতিহাস পড়াতেন। খুব মনোযোগে ছাত্ররা তাঁর ক্লাশ করতো। আমি একদিন শুনি, বাবা তার বন্ধুকে বলছেন, -'এই যে এতোটা মনোযোগে ছাত্রদেরকে ইতিহাস পড়াই, ওরাও খুব মনোযোগে বক্তৃতা শুনে, নোট করে। এই শিক্ষার কোন মানে নেই আমি দেখতে পাচ্ছি। কেননা ইতিহাস থেকে তো মানুষ শিক্ষা নেয় না। যদি শিক্ষা নিতো, শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ করতো না, রক্তপাত করতো, হত্যা ধর্ষণ ষড়যন্ত্র করতো না। বার্নার্ড শ এর কথাটা ফেলে দেয়া যায় না। সভ্যতার ইতিহাসেই দেখো, ইতিহাস ভালো জানেন এমন অজস্র বিদ্বান লোকেরা জঘন্য ইতিহাসের জনম দিয়েছে।' যাক বললো, ও হ্যাঁ বাবার অভিভাবকত্বের কথা বলছিলাম। মা মত্স্যকন্যা হয়ে যাওয়ার পর, প্রতিমাসে একবার বাবা আসতেন সমুদ্র সৈকতে। সন্ধ্যার সূর্যাস্ত দেখতে দেখতে, মনে মনে মাকে ডাকতেন-'তুমি আমাকে দেখা দিয়ে যাও।' সূর্য ডুবে গেলে, আঁধার ঘন হতে থাকলে, সৈকতে বেড়াতে আসা মানুষেরা, দম্পতিরা, প্রেমিক প্রেমিকারা, আশ্রয়মুখো হতে শুরু করে। বাবার ঘরে ফেরার সময় হয় না। বাবা বসে থাকেন একটা বালুর ঢিবিতে। সমগ্র জনপদে অন্ধকার প্রগাঢ় হলে মা উঠে আসেন সমুদ্র গর্ভ থেকে। বাবার মনের অন্ধকার দূর হয়। বাবা দেখতে পান, আলোকবর্তিকার মতো আমার মায়ের মুখমন্ডল। দু'জনে কথা হয় পাঁচ/সাত মিনিট। মা এর বেশি থাকতে পারেন না পৃথিবীর প্রকৃতিক পরিবেশে। মা বাবা কথা বলার সময় ওদের মাঝখানে দূরত্ব থাকে প্রায় দশ হাত। বাবা আরো কাছে গিয়ে মায়ের মুখমন্ডলে হাত বুলাতে চাইলে মা মানা করেন। জানিয়ে দেন, আরো কাছে আসলে মায়ের মারাত্মক ক্ষতি হবে। বাবা থামেন। জিগ্যেস করেন, 'তোমার চেহারা এতো আলোময় হলো কি করে?' মা বলেন, 'আমি জানি না। খোদা ভালো জানেন।' এইভাবে কিছু কথাবার্তা হওয়ার পর মা বিদায় নেন বাবার কাছ থেকে।অতঃপর তিন মাসের মাথায় যেদিন সাক্ষাত হয় বাবার সঙ্গে, সেদিন মা আমাকে সঙ্গে নিয়ে আসেন সমুদ্র সৈকতে।আমি তখন পনর দিনের শিশু। বাবা আমাকে দেখে আবেগে আপ্লুত হয়ে কাঁদেন। ডুকরে ডুকরে কাঁদেন। কান্না থামাতে পারেন না। মা বলেন, 'কান্না থামাও, কথা শোন। মেয়ে মত্স্যকন্যা হয়েই জন্ম নিয়েছে। তবে সম্পূর্ণ আলাদা প্রকৃতির এক সাগরকন্যা হবে। সমুদ্রজগতের বাদবাকি মত্স্যকন্যাদের মতো হবে না। আমি মহান প্রতিপালকের কাছে প্রার্থনা করেছি তাকে বিশেষ ক্ষমতা দেয়ার জন্য। তিনি আমার প্রার্থনা মঞ্জুর করেছেন মর্মে স্বপ্নে জানতে পেরেছি। এই বিশেষ ক্ষমতা বলে সে পৃথিবীর যে-কোন জনপদে পূর্ণ মানবী রূপে মানুষের সমাজে যেতে পারবে। স্কুল কলেজে লেখাপড়া করতে পারবে। তুমিই ওর অভিভাবক থাকবে। তবে নামে মাত্র। তোমার এক টাকাও খরচ করতে হবে না। শেরাটন হোটেলের পাশের পার্কে ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে ম এর কথা শুনছিলাম খুব মনোযোগি ছাত্রের মতো। ওর কথা বলার ভঙ্গিও চমতার। গলার আওয়াজও মধুর। সম্মোহন আছে। সে জানালো, ছয় বছর বয়সে বাবার অভিভাবকত্বে স্কুলে ভর্তি হয়। তার মা তার বাবাকে বলে দিয়েছিলেন ওর মত্স্যকন্যা পরিচয় গোপন রাখতে। বিশেষ ক্ষমতার জন্যই এই গোপনীয়তা।(সকল বিশেষ ক্ষমতার সাথে গোপনীয়তার একটা সম্পর্ক আছে।)ওর বাবা আত্মীয় বন্ধুদের বলেছিলেন, এই মেয়ে তার পালক মেয়ে। ফুটন্ত ফুলের মতো মেয়ে। ঘরে বাইরে সকলেই মায়া করে। ছাত্রী হিসেবেও মেধাবী। সহপাটিদের কেউ কেউ হিংসা করে। সে মনে মনে বলে- আমার প্রতি হিংসা বা ঈর্ষা করে তো কারো লাভ হবে না।স্কুলের সবগুলো পরীক্ষায় সে প্রথম হতো। একদিন তার এক সহপাটি জিগ্যেস করেছিলো, সে রাতে কয় ঘন্টা পড়ালেখা করে। সে জবাবে বলেছিলো, 'এক সেকেন্ডও না। পড়ালেখা করার জন্য স্কুলে আসি, স্কুল ছুটি,পড়ালেখাও ছুটি।' স্কুল কলেজ ছুটি হলে ছাত্র ছাত্রীরা ফিরে যেতো যার যার বাড়ি ঘরে। ম তার বাপের বাড়ির পথে কিছুণ হাঁটতে হাঁটতে এক সময় সুযোগ বুঝে হাওয়া হয়ে যায়। মুহুর্তেই সে চলে গেছে বঙ্গোপসাগরে তার মায়ের ক্ষণস্থায়ী সাগরালয়ে।আমি জানতে চাই-সাগরালয় মানে?ম বলে-সাগরালয় মানে সমুদ্র গহনের বাড়ি।সমুদ্র তলায় বাড়ি আছে নাকি? কী রকম? কে বানিয়ে দেয়? - আমি জিগ্যেস করি।সে বলে-আমরা বানাই। দেখতে সুন্দর না। তবু নিরাপত্তার কাম চলে। সমুদ্র তলায় মিলিয়ন মিলিয়ন বাড়ি ঘর আছে।আমার প্রশ্ন-কী দিয়ে বানান বাড়ি?সে জানায়-সমুদ্র মহাসমুদ্রের তলদেশে কিসের অভাব? সব কিছু পাওয়া যায় জলময় জগতের প্রাণীগুলোর জন্য। প্রাণী মানে লিভিং ক্রিয়েচার তো সমুদ্র জগতেই বেশি। এই গ্রহের, এই পৃথিবীর প্রাণীজগতের শতকরা সাতান্নব্বই ভাগের আবাসস্থল হলো মহাসমুদ্রের মহাগহন এলাকা। আপনার তো জানা আছে, ভূপৃষ্ঠের তিন ভাগের দুই ভাগ হলো জলজ এলাকা, মহাসামুদ্রিক এলাকা। আমি ও আমার মা পাথর ও কল কারখানার ধ্বংসাবশেষ দিয়ে ঘেরাও করে অস্থায়ী ঠিকানা বানাই। ওটা বানাই এমনি মজা করার জন্য। আমরা নিরাপদে ঘুমাই সাগর-পাহাড়ের গুহায়। ঘুমানোর আগে গুহার মুখে সাগর-বনের ঝোপ ঝাড় রেখে দেই। যাতে হিংস্র সন্ত্রাসী তিমি কিংবা অক্টোপাসেরা মনে করে- এখানে কোন গুহা নেই। আটলান্টিকের খুনি তিমিগুলো মারাত্মক ভয়ংকর। ওরা দল বেঁধে অভিযান চালায়। ওদের রাজ্যে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত।ওদের রাজ্য মানে? - আমি প্রশ্ন করি।ম বলে-ওদের দেশ। ভারতের চাইতে বিশাল এলাকা জুড়ে আছে আটলান্টিকে ওরা। ওই বিস্তৃত অঞ্চল হলো ওদের দেশ। সাগর মহাসাগরগুলোতে সামুদ্রিক প্রাণীদের দেশ বিভক্ত আছে। স্বাধীন পরাধীন দেশ আছে। সামুদ্রিক জায়েন্ট কিলাররা অন্যদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। হত্যা ধর্ষণ করে। মহাসাগরগুলোর বিস্তারিত অন্তরদেশে কুবলাই খান, চেঙ্গিস খান, হালাকু খান, হিটলার, মুসোলিনি, সাদ্দাম, বুশ, ব্লেয়ারদের মতো প্রাণী আছে।আমার জানতে ইচ্ছে করে-নিউটন,আইনস্টাইন,ব্রাট্রান্ড রাসেল, মিলটন, শেক্সপিয়র, রবীন্দ্রনাথ, জীবনানন্দদের মতো কেউ নেই?ম বললো-না না, ওদের মতো কেউ নেই। থাকলে আমার মোটেই ইচ্ছে হতো না পূর্ণ মানবী হয়ে মানুষের সমাজে থেকে যেতে। আর টাইটানিক নামের বিশাল জাহাজটিও আটলান্টিকের তলায় পড়ে থাকতো না। ভাঙ্গাচোরা ওই জাহাজটিকে সন্ত্রাসী তিমি আর অক্টোপাশেরা খুন খারাবীর দূর্গ হিসাবে ব্যবহার করতে পারতো না।আমি বলি-আটলান্টিক তো ইংরেজি 'এস' অক্ষরের মতো। কোথাও আটাশ হাজার ফুট গভীর, কোথাও সতের হাজার ফুট, আর কোথাও বারো হাজার ফুট গভীর।ম মাথা নেড়ে সায় দিলো-ঠিক বলেছেন।আমি ম এর পাশে হাঁটতে হাঁটতে ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দৃষ্টি দিয়ে ব্রাশ করি। ম আমার দিকে না তাকিয়ে দূর নক্ষত্র খচিত আকাশের দিকে দৃষ্টি রেখে হাঁটতে হাঁটতে বললো--কি দেখছেন কি ভাবছেন বলবো?-বলুন।-ভাবছেন 'একেবারে লেটেস্ট ফ্যাশনের পোশাক পরা এই সুন্দরী নারীকে কাল দেখলাম মত্স্যকন্যা রূপে আজ দেখছি পূর্ণ মানবী রূপে। বিস্ময়কর! সত্যি বিস্ময়কর লীলা! ঠিক বললাম কী?আমি স্বীকার করি-হ্যাঁ ঠিক তাই। আচ্ছা, ইয়ে, স্কুল কলেজে লেখাপড়া করলেন কী উদ্দেশ্যে? চাকরী-------পড়ালেখা করেছি, করি এবং করবো শুধু জ্ঞানক্ষুধা মিটানোর জন্য। চাকরী কিংবা রোজগারের দরকার নেই আমার। সমুদ্র জগতে বেশির ভাগ সময় থাকি, খাই, ঘুমাই। ওখানে কোন কিছু কিনে খেতে হয় না। বাজার নাই, সরকার নাই, সমাজ নাই; কূটনীতি নাই, দুর্নীতি নাই; ইন্টারনেট নাই; ব্লগিং নাই; গালাগালি নাই; নারী পুরুষের বিশেষ অঙ্গ প্রদর্শন নাই; পাসওয়ার্ড হ্যাকিং করে কাউকে অপমান করা নাই; জমি খরিদ বিকি নাই; রিয়েল এস্টেটের ব্যবসাও কেউ করে না; অতএব চাকরী করে দুর্নীতির মাধ্যমে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে জমি বা ফ্লাট কেনার কোন সম্ভাবনাও নেই। ওখানে জোর যার মুল্লুক তার নীতিটাই চলে। বিশৃঙ্খলার মধ্যেও একটা শৃঙ্খলা আছে বলে মনে হয়। একটা মজার ব্যাপার বলি। আমার এই দুই প্রকার জীবন যাপনে আনন্দ পাই। মানুষ হয়ে মানুষের বোধ ও উপলব্ধির শরিক হতে ভাল লাগে। আবার মত্স্যকন্যা হয়ে ফিরে যাই যখন সমুদ্রজগতে, মনে হয়, এই আমি নতুন ভূবনে এলাম। সব কিছু নুতনভাবে পাই মনে হয়। আর সমুদ্রজগতের প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম। পাহাড় টিলা গাছপালা সবুজ ঘাস লতাগুল্ম এবং বহু প্রকার বর্ণিল ছোট বড় মাছের খেলা দেখতে ভালো লাগে। তাছাড়া বিচিত্র বিস্ময়কর আকৃতির প্রাণীগুলোর চলাফেরা দেখলে মাথা ঘুরে যায়। সামুদ্রিক ঘোড়াগুলোর মশকারী দেখে হাসতে হাসতে গালের মাংসে ব্যাথা করে।আমি প্রশ্ন করি-আর মহাসামুদ্রিক মহাতংক, বিশাল দানব আকৃতির একটা তিমি আপনার দিকে ধেয়ে আসতে দেখলে কেমন লাগে?-অবশ্যই ভালো লাগার কথা না। ওই রকম অবস্থা কখনো হয় না। কারণ আট/দশটা হাতির সমান একেকটা বিশালাকার তিমির দৃষ্টি শক্তির চেয়ে আমার, শুধু আমার না, সকল সাগর কন্যার দৃষ্টি শক্তি দ্বিগুণ বেশি। আমাদের তো ওদের রাজ্যে থাকার প্রয়োজন পড়ে না। কখনো ওদের দেশের ভেতর দিয়ে অন্য প্রাণীদের দেশে যাই তিমি বা অন্য হিংস্রদের চোখে ধুলো দিয়ে। ওরা আকারে বিশাল। কিন্তূ আমাদের মতো চালাক না। সাইজে বড়, স্বভাবে হিংস্র, খুনী, 'লাকিন মখ মাফী'। 'লাকিন মখা ফী' কথাটার অর্থ জানেন?আমি একটু হেসে বলি-জানি। এটা কথ্য আরবী। অর্থ হলো, 'কিন্তূ ব্রেইন নাই-বুদ্ধি নাই'।ম বললো-বুদ্ধি যে একেবারে নাই তা না। গুন্ডামীও দেখায়। সমুদ্রপৃষ্টে এসে লাফালাফি করে। বুদ্ধি তুলনামুলক কম আর কি। মানুষের বুদ্ধির মোকাবেলা করতে ব্যর্থ হয়। মানুষ বিশালাকারে তিমি শিকার করে সৈকতে শুইয়ে রাখে। সত্যিই (একটু দাঁড়িয়ে আমার দিকে চেয়ে) মানুষ বড় বিস্ময়কর প্রাণী। মানুষের কোন তুলনা হয় না।আমি বলি-মানুষ ইতর প্রাণীর চেয়েও নিকৃষ্ট ইতরামী করে। মানব সভ্যতার ইতিহাসে মানুষের হিংস্রতা জঙ্গলের কিংবা মহাসামুদ্রিক জানোয়ারদের হিংস্রতার চাইতে অনেক বেশি।ম বললো-তবু সামগ্রিক বিচারে মানুষের সৃষ্টিশীলতা এবং মেধা মনন চর্চার কোন তুলনা হয় না। জঘন্য মানুষটিও ভালো মানুষে পরিণত হতে পারে।আমি বলি-কিন্তূ কিছু লোক, পৃথিবীর সকল সমাজেই, মরণ কবুল করবে তবু ভালো হবে না। দিনের পর দিন হাজারো অপরাধে ডুবে থাকে। মানুষের স্বভাবের উপর এক সায়েন্টিফিক লেখায় পড়েছিলাম, কিছু মানুষ জেনিটিক্যালি অপরাধপ্রবণতা নিয়েই জন্মে। (অসমাপ্ত)
তুমি কোন কাননের ফুল (পর্ব-২)
প্রথম পর্ব এখানে, ক্লিক করুনআমার ঘরে আসলেন কী করে? আমার গালে এতো জোরে থাপ্পড় মারলেন কেন? আমি বলি, আমি অস্ট্রেলিয়া থেকে এই মুহুর্তে এসেছি তোমাকে একটা থাপ্পড় মারার জন্য। সে টেবিলের ড্রয়ার টান দিয়ে পিস্তল বের করতে গেলে আমি বলি, আমাকে গুলি করার ভয় দেখাইও না। কোন লাভ হবে না। আমি ইচ্ছে করলে তোমার পিস্তল দিয়ে তোমাকে গুলি করে মেরে ফেলতে পারবো। সেটা আমি করবো না। কারণ এতে আমার বিশেষ ক্ষমতার অপব্যবহার হবে। বুঝতেই পারছো, যে মেয়েটি হাজার কিলোমিটার পথ মুহুর্তেই পাড়ি দিতে পারে, তার ক্ষমতা তোমাদের কল্পনার সুপারম্যানের চাইতেও বিস্ময়কর। এই কথা বলতেই আমি দেখি, লোকটার গুন্ডামার্কা চোখের দৃষ্টি ভীতু চোরের দৃষ্টিতে রূপান্তরীত হলো। সে পিস্তলটা টেবিলের উপর রেখে দিয়ে বললো, আই এ্যাম সরি, আই এপোলোজাইস- আমারে মাফ কইরা দেন। জীবনে আর কখনো এমন কাজ করবো না। আমি বলি, ঠিক আছে আপাতত মাফ করলাম। তবে তোরা আমেরিকানরা, সবাই না, অনেকেই, হাড়ে হাড়ে বজ্জাত; সাংঘাতিক শয়তানী করে নিজেরা নির্দোষ বলে চিল্লা-চিতকার করিস।এই পর্যন্ত একটানা কথা বলে মত্স্যকন্যা থামে। ওর লেজটাকে ডান দিকে বাঁকা করে হাতের নাগালে এনে, লেজের মাথাটা একটু চুলকালো। বললো, সরি, একটা চিংড়ি চিমটি কাটলো মনে হয়।আমি বলি,আপনি পূর্ণ মানবী হয়ে পার্কে চলে আসুন। বসে আলাপ করবো। আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। তারপর বলুন, তারপর কী করলেন ওই আমেরিকান লোকটাকে?সে বলে,কি আর করবো। বললাম, যাও বাতরুমে গিয়ে ফ্রেস হয়ে স্লিপিং গাউন পরে শুয়ে পড়ো।তাকে বাতরুমে ঢুকিয়ে আমি চলে যাই আটলান্টিকের অতলে। ও আচ্ছা, ভালো কথা, আজ তো অনেক কথা শুনার সময় নাই। কার সময় নাই জানেন?কার? -আমি জিগ্যেস করি।আপনার। -সে বলে। আরো বললো-আপনাকে ঘরে যেতে হবে এখন। ঘুমাতে হবে না? যান যান ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমান।আমি বলি-আজ তো ঘুম আসবে না মনে হয়। আপনার সাক্ষাত আপনার কথাবার্তা শুনে আমার মস্তিষ্ক খুব এক্সাইটেড হয়েছে। ডিপ ফ্রিজের ভেতর মাথা ঢুকিয়ে রাখলেও বোধ হয় ঠান্ডা হবে না।সে বলে-আরে যান যান। আমি জানি, মানুষের জীবন এমনিতেই থ্রিল, রোমান্স আর সাসপেন্স ভরা। তবু মানুষ খায়, ঘুমায়, বিনোদনে অংশ নেয়, পলিটিক্স করে, সন্তান জন্ম দেয়। পুরুষদের অনেকে শত টেনশন মাথায় নিয়ে নিজের বউয়ের সঙ্গে মার্কেটে ঘুরতে ঘুরতে অন্যের বউয়ের কোমরের দিকে চেয়ে থাকে। কোন কোন নারীও তদনুরূপ। যান, ঘরে গিয়ে ঘুমান। কাল দেখা হবে। শেরাটন হোঠেলের পাশের পার্কের প্রথম সারির শেষ মাথার বেঞ্চে বসে থাকবো সন্ধ্যায়। আমার পরনে থাকবে সাদা ট্রপিক্যাল জিন্স আর সবুজ শার্ট। চোখে থাকবে ক্রিস্টাল চশমা। আশেপাশের লোকজন দেখবে, আমি আপনাকে দূর থেকে হাতের ইশারায় ডাকছি এবং আগে সালাম করবো স্থানীয় আরবী মেয়েদের কায়দায়। কুশল বিনিময়ের পর আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কথা বলবো। আর আমার সঙ্গে সাক্ষাতের বিষয়টি কাউকে এখন বলবেন না। আপনাকে বলে দিবো কীভাবে দুনিয়াবাসীকে জানাবেন। যান, এখন গিয়ে ঘুমান নিশ্চিন্তে। আবারো বলছি, কোন দুশ্চিন্তা করবেন না। আমার দ্বারা আপনার কোন ক্ষতি হবে না। বাই, গুড বাই।এতোটুকু পর্যন্ত কথা বলার পর, আমি দেখলাম, মত্স্যকন্যা মুখে হাসি নিয়ে, খুব দ্রুত ছোট হতে শুরু করেছে। ওর আকার আকৃতি ছোট হচ্ছে। ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচেছ। অবশেষে এক বিন্দু। অতঃপর বিন্দু নাই। কিচ্ছু নাই। পানি শুধু পানি। সাগরের স¡চ্ছ পানি। আমি সাগরের পানির দিকে তাকিয়ে আওয়াজ দিলাম-মত্স্যকন্যা আপনি কি আছেন ওখানে?এমন সময় পেছন থেকে এক ভারতীয় আমার কাছাকাছি এসে, একবার সাগরের পানির দিকে আরেকবার আমার মুখের দিকে তাকালো। কিছু বুঝতে না পেরে আমাকে জিগ্যেস করলো-আপ কিস্কে সাথ বাত কররাহা হ্যায়? পানি মে তো কোই নেহি হ্যায়!আমি বলি-নেহি কুচœনেহি।লোকটি তার পথে চলতে চলতে একা একা বলে, ইস দুনিয়ামে বহত পুরানা পাগল হ্যায়, ইয়ে নয়া পাগল কাঁহাসে আগিয়া হ্যায়।দ্বিতীয় দিনওর কথামতো পর দিন সন্ধ্যায় আমি যাই শেরাটন হোটেলের পাশের পার্কে। গিয়ে দেখি, ওই বেঞ্চে কেউ নাই। আশে পাশেও কেউ নাই। ব্যাপার কী? এদিক ওদিক তাকাচ্ছি। হাঁটছি। মনে হচ্ছে এই বুঝি দেখা যাবে তাকে। না কি কোন গড়বড় হলো ? কোথায় সে এখন? কোন সাগরের অতলে? না কি কোন জনপদে? আসলো না কেন? কোন ক্ষুধার্ত হিংস্র তিমি ওকে মেরে খেয়ে ফেলেছে কী? না না ওই সব বিপদের আশংকা নেই। ওর বিশেষ ক্ষমতা আছে। সাগরের হিংস্র হায়ওয়ানদের চুতিয়া বানানোর মতো বুদ্ধি ওর আছে। কেনো আমার সঙ্গে এতো কথা বললো? বিস্ময়কর এক মত্স্যকন্যা! চমতার কিছু কথা বলেছে! ওর কাছ থেকে আরো অনেক বিষয় জানা দরকার। হয়তো সে আমার কাছ থেকে কোন তথ্য পেতে চাইছে। আমি তো সরলমনে যা জানি তা বলবো। সে আমার কাছে গুরুত্বপূর্ণ। এ কারণে যে, এই বিস্ময়কর সৃষ্টির ভেতর হয়তো অগণন রহস্য ভান্ডার। অজানা রহস্যের প্রতি আমার খুব আকর্ষণ। ইস্ কাল রাত আরো এক দুই ঘন্টা ওর সঙ্গে আলাপ করলাম না কেন? না না আমি তো আলাপচারিতার ইতি টানি নি। সে-ই বলেছিলো,'যান, এখন যান, ঘুমান গিয়ে নিশ্চিন্তে।' এর পর বিস্ময়করভাবে ছোট হতে হতে নাই হয়ে গেলো। আজব কারিশমা! সে কি আমাকে কাবু করার চেষ্টা করবে? ওর অরিজিন তো মানব সন্তান। সব শেষে বলে বসে যদি-'আমি তোমাকে ভালবাসি। তোমাকে ছাড়া আমি বাচঁবো না। আমাকে তুমি বিয়ে করো।' তাইলে তো সর্বনাশ! অর্ধেক মাছ অর্ধেক নারীকে আমি বিয়ে করবো কীভাবে? আজ পর্যন্ত পূর্ণ মানবীদের কেউ আমাকে পটাতে পারে নি বা আমার দ্বারা কাউকে পটানো সম্ভব হয় নি।(হয়তো হিসাব মিলে নি। হিসাব ক'রে প্রেম করে কি কেউ?) শেষ পর্যন্ত মত্স্যকন্যার কাছে ধরা খাবো! নাহ্ হতে পারে না। আরে ধুর্ এসব চিন্তার কোন মানে নেই। বিপদের সম্ভাবনার কল্পনা করে পেরেশান হওয়াকে মনোবিজ্ঞানীরা প্যারানয়া রোগ বলে। আর এই আধা মাছ আধা মাইয়া তো সাংঘাতিক! চিন্তা পড়তে পারে। ওর সামনে উল্টাপাল্টা চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। নইলে ধরা খাওয়ার আশংকা আছে। কিন্তূ আজ আসবে কি সে? পূর্ণ মানবী ধারণ করার বিশেষ ক্ষমতা সত্যি তার আছে কী? না কি গত রাতে ভূয়া বাহাদূরী দেখিয়েছে। সমুদ্র কিনার তো এখান থেকে কাছে। রাস্তা পার হয়ে নিরাপত্তা বেস্টনি পর্যন্ত যেতে দু'মিনিটও লাগবে না। প্রায় সাত কিলোমিটার লম্বা কর্ণিশ। গতকালের জায়গাটা এখান থেকে এক কিলোমিটার দূরে। আমার হাতেও এখন সময় বেশি নেই। ওর জন্য এক ঘন্টা সময় হাতে নিয়ে এসেছি। এক ঘন্টা পর ব্যবসায়িক কাজে অন্য জায়গায় যেতে হবে।আমি ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এসেছি সমুদ্র কিনারে যাওয়ার জন্য। এই সময় আমার সামনে, বিপরীত দিকে থেকে আসা এক কিশোর বললো-হ্যালো, পেছনে তাকান, একজন আপনাকে ডাকছেন। আমি এবাউট টার্ণ করি। তাকে দেখতে পাই। মত্স্যকন্যা পূর্ণ মানবী রূপে এসেছে। আমি দ্রুত হাঁটি ওর দিকে। সে বেঞ্চটিতে বসে আছে। আমি কাছে যেতেই দাঁড়িয়ে সালাম করে। আমি জবাব দেই। সে বলে-সরি একটু দেরী হয়ে গেলো। চলুন, হাঁটি।আমি তার পা থেকে মাথা পর্যন্ত বিস্ময়মাখা দৃষ্টি রাখি। নিখুঁত এক সুন্দরী। রুচিশীল। অতিমাত্রিকতার ছায়া নেই। পরিচ্ছেদের সবখানে পরিমিতিবোধের প্রভাব আছে। ফুলেল মোহময়তা ছড়ায় তার অস্তিত্ব। আমি ধ্যানমগ্ন হওয়ার উপক্রম হতেই সে কথা বলে-কী ব্যাপার! এতো কী দেখছেন? বেশি দেখবেন না। বেশি দেখলে শরীরের প্রেমে পড়ে যাবেন। লাভ হবে না। কেননা আমি প্রেমের প্রসঙ্গ আসলেই পালাই।আমি বলি-না না পালানোর দরকার পড়বে না। কারণ ওই রকম প্রেমের আশংকা নেই। আমি যা দেখছি, সেটা হলো, যে কোন সুন্দরের কাছে চুম্বক আছে। তা মনোযোগ আকর্ষণ করে দর্শকদের। এটাই কি স্বাভাবিক না?সে বলে-ধন্যবাদ। আপনার চিন্তাও পরিশীল। আমি জানতে চাই-ইচ্ছে করে দেরী করলেন? না কি.......সে বললো-আরে না না, ইচ্ছে করে না। একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। অবশ্য সমাধানও দিয়ে এসেছি।আমি প্রশ্ন করি-কী রকম ঝামেলা? কী রকম সমাধান? কোথায়? সমুদ্রে না জনপদে?সে হেসে বললো-চারটা প্রশ্ন! আচ্ছা যাক, ছোট ছোট বাক্য। মাফ করা গেলো। শুনুন,আপনার মতো আমার এক বান্ধবী আছে সুইডেনে। সপ্তাহে অন্তত একবার ওর সঙ্গে দেখা করি। এই কিছুক্ষণ আগে পর্যন্ত ওর কাছে ছিলাম। সুইডেন দেশটা খুব শান্ত। এই অর্থে যে, যুগের যুগ ধরে ওখানে রাজনৈতিক অস্থিরতা নেই। তো আমি, সুইডিশ বান্ধবীটির সঙ্গে বিজ্ঞানী স্টিফেন হকিংকে নিয়ে আলোচনা করছিলঅম। এক পর্যায়ে আমি একটু চড়া ভলিউমে বলি, হকিং তো রাজনীতিকদের মতো স্ট্যান্টবাজি করেছেন। সিদ্ধান্তে পৌঁছার আগেই চেঁচামেচি করেছেন। তার 'এ্যা ব্রিফ হিস্টরী অব টাইম' বইটিতে তত্ত্ব সম্পর্কে তথ্য দিয়েছেন কম। খামাখা হাউকাউ করেছেন বেশি আল্লাহ-খোদা সম্পর্কে। একজন বড় মাপের বিজ্ঞানী এই কাজ করবেন কেন? তার ব্ল্যাকহোল গবেষণায় ভুলের কথা বেশ কয়েক বছর পর মিডিয়াকে জানিয়েছেন।আমাদের পাশে,ম-কন্যা বলতে থাকে, একটু দূরে, দুই জন ব্রিটিশ ছোকড়া বসেছিলো। হকিং সম্পর্কে আমার কথা শুনে, আমাদের কাছে এক ছোকড়া এসে বললো, আমরা ক্যামব্রিজের ছাত্র। হকিংয়ের ভক্ত। হকিং সম্পর্কে আলতুফালতু কথা বলবে না। সে অনেক বিজ্ঞানী। তুমি কী বিজ্ঞানী? আমি বলি, আমি বিজ্ঞানী না, কিন্তূ বিজ্ঞানী যদি মতলববাজ রাজনীতিকদের মতো খামাখা হাউকাউ করেন, তা সহজে বুঝতে পারি। ছোকড়াটি বললো, যাও যাও, হকিং সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে না। নইলে.......ম-কন্যা বললো, আমি চিল্লিয়ে চেয়ার ছেড়ে উঠি। বলি, হেই পোলা ভূতের বাচ্চা জানোয়ার, নইলে কি করবি? ছোকড়া বললো, দুইজন হ্যান্ডসাম যুবক দুইটা সুন্দরী মাইয়াকে নির্জন জায়গায় নিয়া কি করতে পারে বুঝতেই পারছো। আমি বলি, আহা হা হা রে আমার সোনা বন্ধু, হ্যান্ডসাম যুবক! আসো আসো কাছে আসো, হাতে হাত ধরি নিয়ে চলো নির্জনে। ছোকড়া দুটি গুন্ডামী কায়দায় কাছে আসে। একটা আমার হাত ধরতেই অন্য হাতে ঘুষি মারি থুতনীতে। শুরু হয় ঢুসঢাস। আমি কারাতে কায়দায় দুই ছোকড়ার পাছায় দুইটা লাথি মারি। পাঁচ/ছয় সেকেন্ডের মাথায় পুলিশ আসে। পুলিশকে সব কথা বলি। পুলিশ ওদের ধরে নিয়ে যায়। আমি আমার বান্ধবীকে তার ঘরে পৌছে দিয়ে আপনার কাছে চলে আসি। মজার ব্যাপার হলো, যে-ছোকড়াটিকে আমি গালি দিয়েছিলাম, তাকে পুলিশ ধরে নিয়ে যাবার সময় সে আমার উদ্দেশে বলছিলো - তুমি গালিটা ভুল দিয়েছিলে। ভূতের বাচ্চা জানোয়ার হয় না। ভূতের বাচ্চা ভূত হয়। আমি বলি, আরে যা যা, গালিতে ভুল হলে অসুবিধা নেই। তোমরা বিজ্ঞানের ছাত্ররা, বিজ্ঞানীরা সমিকরণগুলো শুদ্ধ করো, নইলে খবর আছে।(চলবে)
তুমি কোন কাননের ফুল (পর্ব-১)
আমি নিশ্চিত জানি
আমি একা হাঁটছি পৃথিবীর পথে।না না একটু ভুল হলো। ঠিক একা না। আমার সঙ্গে পৃথিবীর অনেকেই হাঁটছেন। সবাই আমরা একসঙ্গে হাঁটছি। সত্য হলো এই,ওরা আমার সঙ্গি হয়েও আমার সাথি না। ওদের কাউকে আমি চিনি না। আবার চিনিও।এইভাবে চিনি-ওরা সবাই মানুষ।সত্য বললাম কি? ওরা সবাই মানুষ? এই যে প্রতিদিন এই রাজধানী শহরটির রাজপথ গলিপথের ফুটপাত ধরে আমার সঙ্গে হাঁটে, ওরা সবাই মানুষ?ওদের অজস্র পরিচয় আছে। কেউ বাঙালি, কেউ জাপানি, কেউ বৃটিশ, কেউ আরবী, কেউ পশ্চিমি, কেউ পুবাল, কেউ গরিব,কেউ ধনি, কেউ কালো, কেউ সাদা, কেউ বাদামি, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, কেউ চির কুমার, কেউ চির কুমারী, কেউ নারী কেউ পুরুষ, কেউ ভালো মানুষ, কেউ খারাপ মানুষ, কেউ অর্থনীতিক, কেউ রাজনীতিক, কেউ গনিতবিদ, কেউ হাওয়াবিদ, কেউ খাওয়াবিদ, কেউ যন্ত্রবিদ, কেউ মন্ত্রবিদ, কেউ খেলোয়াড়, কেউ শুধু বেচারা দর্শক ইত্যাকার পরিচয় তো আছেই, তার ওপর আছে একেকজনের মাল্টিলেয়ারড পরিচিতি। যেমনঃ আবদুস সালাম। লোকটা বাঙ্গালি, লোকটা ঢাকার, লোকটা মিরপুরের, কিংবা লোকটা চট্টগ্রামের হাটহাজারির কদলপুরের,লোকটা খানদানি-উচ বংশীয় কিংবা রাইয়ত-প্রজার গোষ্ঠীর,লোকটা সাধু কিংবা অসাধু , লোকটা অমুকের ভাই; তমুকের শালা কিংবা কারো জামাই কারো শশুর কারো বাবা কারো পুত্র কারো বন্ধু, কেউ তাকে ভালোবাসে, কেউ তার উপস্থিতি সহ্য করতে পারে না। এই রকম অনেক পরিচিতি প্রতিটি মানুষের আছে।আমি প্রতিদিন পথ চলি এইসব মানুষের সঙ্গে। পথ চলি মানে পায়ে পায়ে হাঁটি, কখনো পায়ে পায়ে দৌড়াই, কখনো সড়কপথে রেলপথে হাওয়াই পথে বাহন হয়ে দৌড়তে হয়। সকলেই দৌড়ায় পথে পথে।আমি আশ্চর্য হয়ে আমার নিজের দৌড়ের দিকে এবং মানুষের দৌড়ের দিকে তাকিয়ে থাকি।কারণ, আমিসহ সকল মানুষ নানা প্রকার কাজ-কামের মধ্য দিয়ে মৃত্যুর দিকে প্রাণপণ দৌড় প্রতিযোগিতায় মশগুল।অথচ মানুষগুলো বেঁচে থাকার জন্যই মিলিয়ন প্রকার দৌড় প্রতিযোগিতায় লিপ্ত। একদিন এক মিসকিন পথিক, যিনি অন্ধ এবং বয়স সত্তুর কিংবা পচাত্তুর হবে, আমাকে মিনতি করে বললেন, এক টাকা দিতে। ওই টাকা দিয়ে রুটি কিনে খাবেন বলে জানালেন। প্রশ্ন করেছিলাম, বাইচা থাকার মধ্যে কি আনন্দ পাইতাছেন চাচা? জবাব দিলেন, না বাবা আনন্দ নাই, তয় মরতে চাই না, খিদার জ্বালা থাইকা বাচতে চাই বাবা। আমি বলি, এইভাবে কতদিন বাঁচবেন চাচা, মরতে তো হইবোই। বললেন, মইরা তো যামুই, জিন্দা তাহনের লাইগা চেস্টা করন আর কি। আমি বেচারার হাতে পাঁচ টাকা দিয়ে নিজের কাজের দিকে চলে যাই।আচ্ছা, আপাতত মানবজাতির মৃত্যুমুখী দৌড় প্রসঙ্গে বেশী কথা না বলে একটি গল বলা শুরু করি। হাঁ হাঁ দৌড়ের কথা আরো আছে। পরে বলবো, কথা দিচ্ছি।গলটা হলো-সেদিন আমি শিল্পোন্নত আরব নগরীটির সাগর পারের পার্কের ভেতর দিয়ে হাঁটছিলাম রাত বারটার কিছু পরে কিংবা আগে।হাঁটতে হাঁটতে আমি কিছুক্ষণ পর পর সমুদ্রের দিকে এবং সমুদ্রের উপরের আকাশের দিকে তাকাচ্ছিলাম।কিছুক্ষন হাঁটার পর পাশবর্তী রেলিং ( নিরাপত্তা বেস্টনী ) ধরে আবছা দৃশ্যমান সাগরের পানির দিকে তাকিয়ে থাকি।হঠাত দেখি, আলোকিত অবয়বের এক মত্সকুমারী আমার দিকে তাকিয়ে হেসে উঠে।আমি হতবাক। কিংকর্তব্যবিমূঢ়। কিছু বুঝে ওঠার আগেই সে কথা বলে-ভয় পাবেন না। চিত্কার করবেন না। কাউকে বলার চেষ্টাও করবেন না। আমি এক মত্স্যকন্যা। আমাকে এখন শুধু আপনিই দেখতে পাচ্ছেন বিশেষ কারণে। আশপাশের ওই মানুষগুলো আমাকে দেখছে না। আমার কথাও শুনতে পাচ্ছে না। ওদেরকে আপনি কিচ্ছু বলবেন না। আমার সাথে সানন্দে কথা বলুন। ওদেরকে কিছু বললে ওরা আপনাকে পাগল খেতাব দিয়ে দৌড়াবে। দুশ্চিন্তা আক্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আমি শতবর্ষী এক মত্স্যকুমারী। আমি আপনার কোন ক্ষতি করবো না।সে একটু থেমে মুচকি হাসে আর লেজ নাড়ায়। আমি মন্ত্রমুগ। পোষ মানা ময়না পাখির মতো নিশ্চিন্ত হয়ে কথা বলি-আমি সত্যি ভীষণ হতবাক। গলের বইয়ে পড়েছিলাম সাগরকন্যার কথা। এখন আপনি আমার সামনে। আমি কি ঠিক দেখছি না কি ভুল দেখছি! হঠাত্ আমার চোখের সামনে অস্তিত্ববান হলেন কি করে? গভীর সমুদ্র থেকে ছুটে আসতে দেখলাম না! আপনি কি আমার কাছে কিছু চাইতে এসেছেন? সমুদ্র গহনে শত বছর ধরে বেঁচে আছেন? আপনার মুখমন্ডল এতো মসৃণ, এতো সুন্দর কেন? একশ' বছরেও আপনি যৌবনবতী? মনে হয় পঁচিশ/তিরিশ। আমি......মত্স্যকন্যা হাস্যোজ্বল মুখে বললো-একটু থামুন। আপনি তো ভয়ংকর সমস্যা আক্রান্ত। একটা প্রশ্নের জবাব পাওয়ার অপেক্ষা না করে প্রশ্নের পর প্রশ্নের শিকল বানিয়ে ফেলছেন কেন? যাক আপনাকে 'সরি' বলতে হবে না। আমি না হয় ধরে নিলাম আপনি 'সরি' বলেছেন।আমার বিস্ময়ের মাত্রা বাড়তে থাকে।সে আরো বলে-আপনারা মানে,আপনাদের সভ্য মানব সমাজ এই 'সরি' বা 'দুঃখিত' শব্দটাকে যখনতখন যত্রতত্র ব্যবহার করে ফেলে। খামাখা ইচ্ছে করে অন্যের ক্ষতি ক'রে বলে 'সরি'। অনিচ্ছাকৃত ভুলের জন্য যারা দুঃখ প্রকাশ করে, তাদের না হয় মাফ করা যায়। কিন্তূ মজার ব্যাপার হলো, ইচ্ছাকৃত যারা অন্যের ক্ষতি করে, তাদেরকে সব সময় ধরা যায় না। একটা বাহানা বানিয়ে দেখিয়ে দেবে সেটা অনিচ্ছাকৃত। আপনারা খুব কৌশলী প্রাণী। তবে অতি চালাকের গলায় দড়ি লেগে যায় কখনো কখনো। ও হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি।আপনি ভুল দেখছেন না। গোলক ধাঁধাঁয়ও পড়েন নি। আমি আমার সীমিত বিশেষ ক্ষমতা বলে আপনার সামনে অস্তিববান হয়েছি। আপনার কাছ থেকে কিছু চাইতে এসেছি কি না তা এখন বলবো ন। আমি আপনার কোন ক্ষতি করবো না। আমি যৌবনবতী, তবে নবায়নকৃত। পঁচিশ বছর অন্তর নবায়ন করা হয় আমাদের যৌবন। মত্স্যকন্যারা তিন শ' বছর পরে মরে যায়। আমার যৌবন নবায়ন করেছেন খোদা। তিনবার নবায়ন করা হয়েছে।আমি মত্স্যকুমারীর সমস্ত শরীরের দিকে চোখ বুলাই। ভয় থ্রিল সাসপেন্স রোমান্স আমাকে ঘিরে রেখেছে। সে আবার কথা বলে-এভাবে তাকাচ্ছেন কেন? সাগরকন্যা সম্পর্কে আপনি কি জানেন?আমি বলি-১৮৩৬ সালে লেখা ডেনিশ লেখক হ্যান ক্রিশ্চিয়ান এ্যান্ডরসন'র 'দি লিটল মারমেইড' পড়েছি আমি। এতোটুকু জানি যে, আপনারা ৩০০ বছর বাঁচেন। এরপর মরে সমুদ্রের ফেনা হয়ে যান।আমি জানতে চাইলাম-কিন্তূ আপনি আমাকে মিথ্যা বললেন কেন?কোন মিথ্যা? -মত্স্যকন্যার প্রশ্ন।এই যে বললেন আপনার বয়স একশো বছর।না মিথ্যা বলিনি। তাছাড়া আমি অন্য মত্স্যকন্যাদের মত না। আলাদা প্রকৃতির। আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। লজ্জা-শরম আছে। দেখতেই তো পাচ্ছেন। আমি অন্যদের মতো নেংটা নই। আবৃত করে রাখি নিজেকে। বক্ষবন্ধনীটার দিকে আপনার নজর পড়ছে দেখতে পাচ্ছি। বন্ধনীটা কুমীরের চামরায় তৈরী। আমি নিজেই বানিয়েছি। আর বিশেষ ক্ষমতা বলেই আপনার সাথে আপনাদের বাংলা ভাষায় কথা বলছি।আমি হতবাক হয়ে ওর লেজের দিকে দৃষ্টি দিলাম। বিস্ময়ের ঘোর কাটার কোন সম্ভাবনা নেই। আমার মনে পড়লো হ্যান ক্রিশ্চিয়ান এ্যান্ডরসনের 'দি লিটল মারমেইড'র সাগরকন্যাটির কথা।তখনি আমার সামনের মত্স্যকন্যা বললো-আপনাকে একটা সারপ্রাইজ দেই?আমি জানতে চাই-কী সেটা?সে বললো-আপনার চিন্তাপাট করলাম এই মাত্র। আপনি এ্যান্ডারসনের মত্স্যকুমারীর কথা ভাবছেন। ওই সাগরকন্যার বেদনাভরা পরিণতি আপনাকে আবিস্ট করে বার বার, যখনি আপনার মনে পড়ে। কি মিথ্যে বলেছি?না না মিথ্যে বলেন নি, সত্য বলেছেন। আপনিও কি মিথ্যে বলেন? -আমার আগ্রহ।মিথ্যা বলার সুযোগ আসে নি জীবনে। সে বললো।বুঝলাম না কি বলতে চান? -আমি বলি।সত্যি বুঝেন নাই? -বড় ভাইয়ের বউয়ের কায়দায় সে বলে।না। -হাদারামের মতো বলি আমি।আপনাকে বেকুব বললে তো আপনি নারাজ হবেন, তাই না? -মোনালিসার দৃষ্টি ছড়িয়ে প্রশ্ন করে মত্স্যকন্যা।আমি দেখি, মুখে হাসি আছে তার। তবে ওর মাছের লেজ ডানে বামে নড়ছেই। শরীরচর্চার বুকডন আসনের মতো অনেকটা দু'হাত সামনের দিকে ভাঁজ করে রেখে, পানির উপরে মাথা তুলে সে কথা বলছে। সমুদ্রের আসল ঢেউয়ের আঘাত এখানে নেই। ওয়েভব্রেকার করা হয়েছে মাটি ভরাট করে। ওই ভরাট জায়গাটি মিনি শহরে বিবর্তিত হচ্ছে। যাক্ তার প্রশ্নে আমি প্রথমে আঁতে ঘা অনুভব করতে শুরু করছিলাম। সাথে সাথে মনে হলো কোন চমতার কারণ আসতে পারে সামনে। আমি সাদ্দাম হোসেনের একগুঁয়েমীর অভিনয় করি, বলি-আমাকে বেকুব মনে হলে বেকুব বলবেন।না না আমি আপনাকে বেকুব বলে নিজে বেকুব হতে চাই না। -সরল প্রেমিকার মতো বলে মত্স্যকন্যা।আমি বলি-বলুন, মিথ্যে বলার সুযোগ আসে নি মানে কী?সে বলে-মানে এতো লম্বা জীবনে কখনো প্রেমের বাহানা করার এবং সংসার জীবন যাপন করার সুযোগ পাই নি। করতে চাই নি বলতে পারেন।আমার মগজে গম্ভীর দার্শনিক বক্তব্যের ধাক্কা লাগে। ভাবি, এই আধা মাছ আধা মাইয়া তো জবরদস্ত একখান কথা কইলো। আমি কিছু বলার আগেই মত্স্যকন্যা বললো-আমি যে মিথ্যে বলি নি আপনি টের পাইলেন মনে হচ্ছে।আমি বলি-মিথ্যে বলেন নি। ভাবছি, আপনার মাথায় তো মানব সমাজের অনেক খবর আছে।সে বলে-অনেক না। খুব সামান্য। কিছু কিছু জানি। আপনি আমার সাক্ষাতার নেয়া শুরু করলেন যে? ব্যাপার কি?আমি বলি-আপনি আমাকে চমকের পর চমক দিচ্ছেন? ফলে আপনার সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। মাথায় কেবল প্রশ্ন তৈরী হচ্ছে। আপনি সাক্ষাতার নেয়ার ব্যাপারটি সম্পর্কেও জানেন দেখছি।মত্স্যকন্যা একসাথে দুই চোখ মুদে আবার খুলে চমতকার রিলাক্স মুডে বলে-জানি মানে? আমি তো সাক্ষাতার নেই মাঝে-মধ্যে।আমি জানতে চাই-কার সাক্ষাতার নিয়েছেন? কীভাবে নিয়েছেন? কখন নিয়েছেন? কোথায় নিয়েছেন?লেখাপড়া জানেন? কোথায় লেখাপড়া করেছেন?থামুন থামুন। আপনি আবারো প্রশ্নের শিকল বানানো শুরু করে দিয়েছেন। -ছোট ভাইয়ের বিয়ের জন্য কনে দেখতে যাওয়া বড় আপার মতো হাসিমাখা কথা বলে অর্ধেক মাছ অর্ধেক নারীটি।বলে-শুনুন,পৃথিবীর বিভিন্ন দেশের বিশিস্টজনদের সাক্ষাতকার আমি নিয়েছি শুধুমাত্র নিজের জ্ঞানতৃষ্ণা মেটাবার জন্য। কোন পত্রিকা কিংবা ম্যাগাজিনে ছাপানোর জন্য না কিংবা কোন টিভি চ্যানেলে প্রচার করার জন্য না। কী ভাবছেন আমার চোখের দিকে তাকিয়ে? ভাবছেন-> অর্ধেক মাছের শরীর নিয়ে মানুষের সমাজে কিভাবে যাই?> লেখাপড়া কোথায় কীভাবে করলাম?কী এ প্রশ্ন দু'টি এসেছে মাথায়?হ্যাঁ, তবে আরো এক বস্তা পরিমান প্রশ্ন ইতোমধ্যে তৈরী হয়ে গেছে।ভালো কথা। বস্তার মুখ খুলে হাজার প্রশ্ন এক সাথে আমার উপর ঢেলে দিবেন না। ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। -কলেজের বয়স্ক অধ্যাপিকার মতো বলে সে। পার্থক্য শুধু এই, অধ্যাপিকারা এ রকম কথা বলার সময় হাসেন না। মত্স্যকন্যার মুখে হাসি লেগে আছে।সে চোখে মুখে গাম্ভির্য্য এনে বলে-মানুষের জগত সংসারে আমি যাই পূর্ণ মানবী রূপে। সুন্দরী স্মার্ট তরূণীর রূপ ধারণ করে। আমার মুখমন্ডল, এখন আপনি যা দেখতে পাচ্ছেন,এটাই থাকে। আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি পূর্ণ মানবী রূপে। কেউ টের পায় নি। এটা হয়েছে আমার মায়ের দোয়ায়। আমার মা ও বাবা মানব সন্তান ছিলেন। খোদার কসম খেয়ে মিথ্যা বলার অপরাধে আমার মাকে খোদা মত্স্যকন্যা বানিয়ে দেন। তখন আমার মা বাবা জাহাজে করে দুর দেশে যাচ্ছিলেন। মধ্য দুপুরে লাঞ্চ করে, জাহাজে শুয়েছিলেন বিশ্রাম নেয়ার জন্য। ঘন্টাখানেক ঘুম শেষে জেগে দেখেন মা মত্স্যকন্যা হয়ে গেছেন। বাবা বিস্ময়ে ভয়ে চিতকার করতেই মা থামান। বলেন,আমি স্বপ্নে দেখেছি,মত্স্যকন্যার রূপ হলো আমার সেই মিথ্যে কথাটির শাস্তি। তোমার সঙ্গে আর থাকতে পারবো না। সমুদ্র গভীরে চলে যাচ্ছি। আমাকে মাফ করে দিও। আমার পেটে তোমার সন্তান। পূর্ণ মানব হয়ে জন্মালে যে কোন উপায়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। আর মত্স্যকন্যা হয় যদি,সমুদ্র গহনের জগতেই থাকবে। তবে খোদার কাছে প্রার্থনা করবো তিনি যেনো সন্তানটিকে বিশেষ ক্ষমতা দেন, যাতে সে পৃথিবীতে মানুষের সমাজে ইচ্ছেমতো আসতে পারে।যাই, তোমার ভালবাসা সঙ্গে নিয়ে যাইযাই. মাঝে মাঝে তোমার দেখা পাওয়ার আশা বুকে নিয়ে যাইআমি যাই, তুমি থাকো, সুখে থাকো, কাউকে বিয়ে করে বাকী জীবন পার করোআমি যাই গো যাই, খোদা হাফেজ।কবিতার ভাষায় কথা ক'টি বলে মা আমার সাগরে ঝাঁপ দেন এবং তলিয়ে যান।আমি জিগ্যেস করি-আপনার মায়ের সেই মিথ্যে কথাটি কী ছিলো?মত্স্যকন্যা বলে-সেটা খুব সাধারণ একটা মিথ্যা। সেটা এখন আপনাকে বলবো না। পরে বলবো।আমি বলি-বিস্ময়কর! অবাক হলাম! অবাক হলাম এ জন্যে যে, এই আরব দেশে, এক যুগ ধরে ব্যবসায়িক লেনদেন করার সময় দেখেছি, অজস্র নারী পুরুষ কথায় কথায় কসম খায়। খোদার কসম খেয়ে অবলীলায় মিথ্যে কথা বলে। চট করে বলে, 'ওয়াল্লা ওয়াল্লা কসম বিল্লাহ আনা মা কাজ্জাব আলাইক।' মানে......আমাকে থামিয়ে মত্স্যকন্যা জানায়-থাক অনুবাদ করতে হবে না। আরবি ভাষা আমি বুঝি। পৃথিবীর প্রধান ভাষাগুলো আমার মেমরীতে আছে। সেটা খোদার বিশেষ দান। অনুবাদটা বলি?আমি হ্যাঁ সুচক মাথা নাড়ি।সে বলে-'ওয়াল্লা ওয়াল্লা কসম বিল্লাহ আনা মা কাজ্জাব আলাইক।' এখানে 'ওয়াল্লা ওয়াল্লা' এবং 'কসম বিল্লাহ'একই অর্থবোধক। ওরা কথা বলতে দুটিই ব্যবহার করে। কথাটার ইংরেজি তরজমা হলো- ইন গডস নেম, আই এ্যাম নট লাইং টু ইউ। আর বাংলা অনুবাদ হলো, 'খোদার কসম, আমি আপনাকে মিথ্যা বলছি না।'আমি জানতে চাই-আপনি পড়ালেখা কোথায় করেছেন?সে জানায়-বর্তমানে আপনাদের বাংলাদেশের রাজধানী, ইরানে, মিসরে, স্পেনে, লন্ডনে, সুইডেনে, আর আমেরিকায়। প্রতিষ্ঠানে খুব বেশী পড়ি নি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়েছি। তবে পড়াশুনা সব সময় করি। কোন বিষয়ে জানার ইচ্ছে হলে পৃথিবীর যে কোন দেশের পাবলিক লাইব্রেরীতে ঢুকে পড়ি। তিন/চার ঘন্টা গভীর মনোযোগে বইয়ের পাতায় চোখ বুলাই। গতকাল বিকেলেও এ দেশের কালচারাল ফাউন্ডেশনের পাঠাগারে ছিলাম। সন্ধার পর আপনাকে পাঠাগারে ঢুকতে দেখেছি। আপনি আমাকে দেখেন নি। আপনি গতকাল ইয়া বড় মেক্রপেডিয়া নিয়ে বসেছিলেন ঘন্টাখানেক।আমি বিস্ময়মাখা হাসি দিয়ে বলি-ঠিক বলেছেন। আমারও বিভিন্ন বিষয় জানার আগ্রহ প্রবল। তাই অবসরে বইয়ের জগতে ডুব দেই। কখনো কখনো কম্পিউটারে ওয়েবসাইটে ঘুরে বেড়াই।মত্স্যকন্যা বলে-আমিও মাঝে-মধ্যে ইন্টারনেট ক্যাফেতে গিয়ে ইচ্ছেমত ব্রাউজ করি। মজা করার জন্য চ্যাটিং রুমে ঢুকি। একদিন রিলিজিয়ন রুমে ঢুকলাম, সিরিয়াস ধর্মীয় বিতর্কে অংশ নেয়ার জন্য। ওরে বাবা! ওখানে দেখি, পোলা মাইয়ারা সেক্স চ্যাটিং করছে। আমি বেরিয়ে যাবো ভাবছি, এমন সময়, একষট্টি বছর বয়সের এক পোলা আমাকে পারসোনাল চ্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। প্রশ্ন করে, ইউ এফএম? আমি লিখি, রেডিওর শর্ট মিটার ব্যান্ডে আমি দেশ বিদেশের গান শুনি। এফএম ভালো লাগে না। ওই ব্যাটা প্রশ্ন করে, কী বলছো তুমি? আমি লিখি, তোমার প্রশ্নের উত্তর লিখেছি। সে লিখে,আমি জানতে চেয়েছি, তুমি মেইল না ফিমেইল? আমি লিখি, ও আচ্ছা, তো এফ আর এম এর মাঝখানে অবলিগ বা স্পেস দাও নি কেন? আমি তো সুন্দরী মাইয়া। সে লিখলো,আমি সেক্সের জন্য পাগল হয়ে আছি। তুমি কোথায়? হারি আপ কাম অন ডিয়ার! আমি লিখি, আমি এখন অস্ট্রেলিয়াতে। একটা থাপ্পর মাইরা তোমার বত্রিশটা দাত ফালাইয়া দিলে পাগলামী ছুইটা যাইবো। রিলিজিয়ন রুমে ঢুকে ফাইজলামী। অসভ্য কোথাকার! সে লিখে, আমি তো নিউইয়র্কে। তুমি সারা জীবন চেষ্টা করলেও অস্ট্রেলিয়া থেকে নিউইয়র্কের কাউকে থাপ্পর মারতে পারবে না।মত্স্যকন্যা একটু নড়েচড়ে আরো বললো-আমি আমার বিশেষ ক্ষমতা বলে মুহুর্তেই লোকটির নিউইয়র্কের বাড়ির বেডরুমে গিয়ে ঢুকি। দেখি, সে আন্ডারওয়ার পরে বসে কম্পিউটারে আমার উদ্দেশে বারবার বাজ করছে। আমি পেছন থেকে বাঁ হাতে ওর গালে একটা মিডিয়াম ওজনের থাপ্পড় লাগিয়ে বলি, হারামজাদা, রিলিজিয়ন রুমে ঢুকে সেক্সের পাগলামী আর কোন দিন করবি না। সে ধড়ফড় ক'রে উঠে বলে, কে আপনি কে?
আমি একা হাঁটছি পৃথিবীর পথে।না না একটু ভুল হলো। ঠিক একা না। আমার সঙ্গে পৃথিবীর অনেকেই হাঁটছেন। সবাই আমরা একসঙ্গে হাঁটছি। সত্য হলো এই,ওরা আমার সঙ্গি হয়েও আমার সাথি না। ওদের কাউকে আমি চিনি না। আবার চিনিও।এইভাবে চিনি-ওরা সবাই মানুষ।সত্য বললাম কি? ওরা সবাই মানুষ? এই যে প্রতিদিন এই রাজধানী শহরটির রাজপথ গলিপথের ফুটপাত ধরে আমার সঙ্গে হাঁটে, ওরা সবাই মানুষ?ওদের অজস্র পরিচয় আছে। কেউ বাঙালি, কেউ জাপানি, কেউ বৃটিশ, কেউ আরবী, কেউ পশ্চিমি, কেউ পুবাল, কেউ গরিব,কেউ ধনি, কেউ কালো, কেউ সাদা, কেউ বাদামি, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, কেউ চির কুমার, কেউ চির কুমারী, কেউ নারী কেউ পুরুষ, কেউ ভালো মানুষ, কেউ খারাপ মানুষ, কেউ অর্থনীতিক, কেউ রাজনীতিক, কেউ গনিতবিদ, কেউ হাওয়াবিদ, কেউ খাওয়াবিদ, কেউ যন্ত্রবিদ, কেউ মন্ত্রবিদ, কেউ খেলোয়াড়, কেউ শুধু বেচারা দর্শক ইত্যাকার পরিচয় তো আছেই, তার ওপর আছে একেকজনের মাল্টিলেয়ারড পরিচিতি। যেমনঃ আবদুস সালাম। লোকটা বাঙ্গালি, লোকটা ঢাকার, লোকটা মিরপুরের, কিংবা লোকটা চট্টগ্রামের হাটহাজারির কদলপুরের,লোকটা খানদানি-উচ বংশীয় কিংবা রাইয়ত-প্রজার গোষ্ঠীর,লোকটা সাধু কিংবা অসাধু , লোকটা অমুকের ভাই; তমুকের শালা কিংবা কারো জামাই কারো শশুর কারো বাবা কারো পুত্র কারো বন্ধু, কেউ তাকে ভালোবাসে, কেউ তার উপস্থিতি সহ্য করতে পারে না। এই রকম অনেক পরিচিতি প্রতিটি মানুষের আছে।আমি প্রতিদিন পথ চলি এইসব মানুষের সঙ্গে। পথ চলি মানে পায়ে পায়ে হাঁটি, কখনো পায়ে পায়ে দৌড়াই, কখনো সড়কপথে রেলপথে হাওয়াই পথে বাহন হয়ে দৌড়তে হয়। সকলেই দৌড়ায় পথে পথে।আমি আশ্চর্য হয়ে আমার নিজের দৌড়ের দিকে এবং মানুষের দৌড়ের দিকে তাকিয়ে থাকি।কারণ, আমিসহ সকল মানুষ নানা প্রকার কাজ-কামের মধ্য দিয়ে মৃত্যুর দিকে প্রাণপণ দৌড় প্রতিযোগিতায় মশগুল।অথচ মানুষগুলো বেঁচে থাকার জন্যই মিলিয়ন প্রকার দৌড় প্রতিযোগিতায় লিপ্ত। একদিন এক মিসকিন পথিক, যিনি অন্ধ এবং বয়স সত্তুর কিংবা পচাত্তুর হবে, আমাকে মিনতি করে বললেন, এক টাকা দিতে। ওই টাকা দিয়ে রুটি কিনে খাবেন বলে জানালেন। প্রশ্ন করেছিলাম, বাইচা থাকার মধ্যে কি আনন্দ পাইতাছেন চাচা? জবাব দিলেন, না বাবা আনন্দ নাই, তয় মরতে চাই না, খিদার জ্বালা থাইকা বাচতে চাই বাবা। আমি বলি, এইভাবে কতদিন বাঁচবেন চাচা, মরতে তো হইবোই। বললেন, মইরা তো যামুই, জিন্দা তাহনের লাইগা চেস্টা করন আর কি। আমি বেচারার হাতে পাঁচ টাকা দিয়ে নিজের কাজের দিকে চলে যাই।আচ্ছা, আপাতত মানবজাতির মৃত্যুমুখী দৌড় প্রসঙ্গে বেশী কথা না বলে একটি গল বলা শুরু করি। হাঁ হাঁ দৌড়ের কথা আরো আছে। পরে বলবো, কথা দিচ্ছি।গলটা হলো-সেদিন আমি শিল্পোন্নত আরব নগরীটির সাগর পারের পার্কের ভেতর দিয়ে হাঁটছিলাম রাত বারটার কিছু পরে কিংবা আগে।হাঁটতে হাঁটতে আমি কিছুক্ষণ পর পর সমুদ্রের দিকে এবং সমুদ্রের উপরের আকাশের দিকে তাকাচ্ছিলাম।কিছুক্ষন হাঁটার পর পাশবর্তী রেলিং ( নিরাপত্তা বেস্টনী ) ধরে আবছা দৃশ্যমান সাগরের পানির দিকে তাকিয়ে থাকি।হঠাত দেখি, আলোকিত অবয়বের এক মত্সকুমারী আমার দিকে তাকিয়ে হেসে উঠে।আমি হতবাক। কিংকর্তব্যবিমূঢ়। কিছু বুঝে ওঠার আগেই সে কথা বলে-ভয় পাবেন না। চিত্কার করবেন না। কাউকে বলার চেষ্টাও করবেন না। আমি এক মত্স্যকন্যা। আমাকে এখন শুধু আপনিই দেখতে পাচ্ছেন বিশেষ কারণে। আশপাশের ওই মানুষগুলো আমাকে দেখছে না। আমার কথাও শুনতে পাচ্ছে না। ওদেরকে আপনি কিচ্ছু বলবেন না। আমার সাথে সানন্দে কথা বলুন। ওদেরকে কিছু বললে ওরা আপনাকে পাগল খেতাব দিয়ে দৌড়াবে। দুশ্চিন্তা আক্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আমি শতবর্ষী এক মত্স্যকুমারী। আমি আপনার কোন ক্ষতি করবো না।সে একটু থেমে মুচকি হাসে আর লেজ নাড়ায়। আমি মন্ত্রমুগ। পোষ মানা ময়না পাখির মতো নিশ্চিন্ত হয়ে কথা বলি-আমি সত্যি ভীষণ হতবাক। গলের বইয়ে পড়েছিলাম সাগরকন্যার কথা। এখন আপনি আমার সামনে। আমি কি ঠিক দেখছি না কি ভুল দেখছি! হঠাত্ আমার চোখের সামনে অস্তিত্ববান হলেন কি করে? গভীর সমুদ্র থেকে ছুটে আসতে দেখলাম না! আপনি কি আমার কাছে কিছু চাইতে এসেছেন? সমুদ্র গহনে শত বছর ধরে বেঁচে আছেন? আপনার মুখমন্ডল এতো মসৃণ, এতো সুন্দর কেন? একশ' বছরেও আপনি যৌবনবতী? মনে হয় পঁচিশ/তিরিশ। আমি......মত্স্যকন্যা হাস্যোজ্বল মুখে বললো-একটু থামুন। আপনি তো ভয়ংকর সমস্যা আক্রান্ত। একটা প্রশ্নের জবাব পাওয়ার অপেক্ষা না করে প্রশ্নের পর প্রশ্নের শিকল বানিয়ে ফেলছেন কেন? যাক আপনাকে 'সরি' বলতে হবে না। আমি না হয় ধরে নিলাম আপনি 'সরি' বলেছেন।আমার বিস্ময়ের মাত্রা বাড়তে থাকে।সে আরো বলে-আপনারা মানে,আপনাদের সভ্য মানব সমাজ এই 'সরি' বা 'দুঃখিত' শব্দটাকে যখনতখন যত্রতত্র ব্যবহার করে ফেলে। খামাখা ইচ্ছে করে অন্যের ক্ষতি ক'রে বলে 'সরি'। অনিচ্ছাকৃত ভুলের জন্য যারা দুঃখ প্রকাশ করে, তাদের না হয় মাফ করা যায়। কিন্তূ মজার ব্যাপার হলো, ইচ্ছাকৃত যারা অন্যের ক্ষতি করে, তাদেরকে সব সময় ধরা যায় না। একটা বাহানা বানিয়ে দেখিয়ে দেবে সেটা অনিচ্ছাকৃত। আপনারা খুব কৌশলী প্রাণী। তবে অতি চালাকের গলায় দড়ি লেগে যায় কখনো কখনো। ও হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি।আপনি ভুল দেখছেন না। গোলক ধাঁধাঁয়ও পড়েন নি। আমি আমার সীমিত বিশেষ ক্ষমতা বলে আপনার সামনে অস্তিববান হয়েছি। আপনার কাছ থেকে কিছু চাইতে এসেছি কি না তা এখন বলবো ন। আমি আপনার কোন ক্ষতি করবো না। আমি যৌবনবতী, তবে নবায়নকৃত। পঁচিশ বছর অন্তর নবায়ন করা হয় আমাদের যৌবন। মত্স্যকন্যারা তিন শ' বছর পরে মরে যায়। আমার যৌবন নবায়ন করেছেন খোদা। তিনবার নবায়ন করা হয়েছে।আমি মত্স্যকুমারীর সমস্ত শরীরের দিকে চোখ বুলাই। ভয় থ্রিল সাসপেন্স রোমান্স আমাকে ঘিরে রেখেছে। সে আবার কথা বলে-এভাবে তাকাচ্ছেন কেন? সাগরকন্যা সম্পর্কে আপনি কি জানেন?আমি বলি-১৮৩৬ সালে লেখা ডেনিশ লেখক হ্যান ক্রিশ্চিয়ান এ্যান্ডরসন'র 'দি লিটল মারমেইড' পড়েছি আমি। এতোটুকু জানি যে, আপনারা ৩০০ বছর বাঁচেন। এরপর মরে সমুদ্রের ফেনা হয়ে যান।আমি জানতে চাইলাম-কিন্তূ আপনি আমাকে মিথ্যা বললেন কেন?কোন মিথ্যা? -মত্স্যকন্যার প্রশ্ন।এই যে বললেন আপনার বয়স একশো বছর।না মিথ্যা বলিনি। তাছাড়া আমি অন্য মত্স্যকন্যাদের মত না। আলাদা প্রকৃতির। আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। লজ্জা-শরম আছে। দেখতেই তো পাচ্ছেন। আমি অন্যদের মতো নেংটা নই। আবৃত করে রাখি নিজেকে। বক্ষবন্ধনীটার দিকে আপনার নজর পড়ছে দেখতে পাচ্ছি। বন্ধনীটা কুমীরের চামরায় তৈরী। আমি নিজেই বানিয়েছি। আর বিশেষ ক্ষমতা বলেই আপনার সাথে আপনাদের বাংলা ভাষায় কথা বলছি।আমি হতবাক হয়ে ওর লেজের দিকে দৃষ্টি দিলাম। বিস্ময়ের ঘোর কাটার কোন সম্ভাবনা নেই। আমার মনে পড়লো হ্যান ক্রিশ্চিয়ান এ্যান্ডরসনের 'দি লিটল মারমেইড'র সাগরকন্যাটির কথা।তখনি আমার সামনের মত্স্যকন্যা বললো-আপনাকে একটা সারপ্রাইজ দেই?আমি জানতে চাই-কী সেটা?সে বললো-আপনার চিন্তাপাট করলাম এই মাত্র। আপনি এ্যান্ডারসনের মত্স্যকুমারীর কথা ভাবছেন। ওই সাগরকন্যার বেদনাভরা পরিণতি আপনাকে আবিস্ট করে বার বার, যখনি আপনার মনে পড়ে। কি মিথ্যে বলেছি?না না মিথ্যে বলেন নি, সত্য বলেছেন। আপনিও কি মিথ্যে বলেন? -আমার আগ্রহ।মিথ্যা বলার সুযোগ আসে নি জীবনে। সে বললো।বুঝলাম না কি বলতে চান? -আমি বলি।সত্যি বুঝেন নাই? -বড় ভাইয়ের বউয়ের কায়দায় সে বলে।না। -হাদারামের মতো বলি আমি।আপনাকে বেকুব বললে তো আপনি নারাজ হবেন, তাই না? -মোনালিসার দৃষ্টি ছড়িয়ে প্রশ্ন করে মত্স্যকন্যা।আমি দেখি, মুখে হাসি আছে তার। তবে ওর মাছের লেজ ডানে বামে নড়ছেই। শরীরচর্চার বুকডন আসনের মতো অনেকটা দু'হাত সামনের দিকে ভাঁজ করে রেখে, পানির উপরে মাথা তুলে সে কথা বলছে। সমুদ্রের আসল ঢেউয়ের আঘাত এখানে নেই। ওয়েভব্রেকার করা হয়েছে মাটি ভরাট করে। ওই ভরাট জায়গাটি মিনি শহরে বিবর্তিত হচ্ছে। যাক্ তার প্রশ্নে আমি প্রথমে আঁতে ঘা অনুভব করতে শুরু করছিলাম। সাথে সাথে মনে হলো কোন চমতার কারণ আসতে পারে সামনে। আমি সাদ্দাম হোসেনের একগুঁয়েমীর অভিনয় করি, বলি-আমাকে বেকুব মনে হলে বেকুব বলবেন।না না আমি আপনাকে বেকুব বলে নিজে বেকুব হতে চাই না। -সরল প্রেমিকার মতো বলে মত্স্যকন্যা।আমি বলি-বলুন, মিথ্যে বলার সুযোগ আসে নি মানে কী?সে বলে-মানে এতো লম্বা জীবনে কখনো প্রেমের বাহানা করার এবং সংসার জীবন যাপন করার সুযোগ পাই নি। করতে চাই নি বলতে পারেন।আমার মগজে গম্ভীর দার্শনিক বক্তব্যের ধাক্কা লাগে। ভাবি, এই আধা মাছ আধা মাইয়া তো জবরদস্ত একখান কথা কইলো। আমি কিছু বলার আগেই মত্স্যকন্যা বললো-আমি যে মিথ্যে বলি নি আপনি টের পাইলেন মনে হচ্ছে।আমি বলি-মিথ্যে বলেন নি। ভাবছি, আপনার মাথায় তো মানব সমাজের অনেক খবর আছে।সে বলে-অনেক না। খুব সামান্য। কিছু কিছু জানি। আপনি আমার সাক্ষাতার নেয়া শুরু করলেন যে? ব্যাপার কি?আমি বলি-আপনি আমাকে চমকের পর চমক দিচ্ছেন? ফলে আপনার সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। মাথায় কেবল প্রশ্ন তৈরী হচ্ছে। আপনি সাক্ষাতার নেয়ার ব্যাপারটি সম্পর্কেও জানেন দেখছি।মত্স্যকন্যা একসাথে দুই চোখ মুদে আবার খুলে চমতকার রিলাক্স মুডে বলে-জানি মানে? আমি তো সাক্ষাতার নেই মাঝে-মধ্যে।আমি জানতে চাই-কার সাক্ষাতার নিয়েছেন? কীভাবে নিয়েছেন? কখন নিয়েছেন? কোথায় নিয়েছেন?লেখাপড়া জানেন? কোথায় লেখাপড়া করেছেন?থামুন থামুন। আপনি আবারো প্রশ্নের শিকল বানানো শুরু করে দিয়েছেন। -ছোট ভাইয়ের বিয়ের জন্য কনে দেখতে যাওয়া বড় আপার মতো হাসিমাখা কথা বলে অর্ধেক মাছ অর্ধেক নারীটি।বলে-শুনুন,পৃথিবীর বিভিন্ন দেশের বিশিস্টজনদের সাক্ষাতকার আমি নিয়েছি শুধুমাত্র নিজের জ্ঞানতৃষ্ণা মেটাবার জন্য। কোন পত্রিকা কিংবা ম্যাগাজিনে ছাপানোর জন্য না কিংবা কোন টিভি চ্যানেলে প্রচার করার জন্য না। কী ভাবছেন আমার চোখের দিকে তাকিয়ে? ভাবছেন-> অর্ধেক মাছের শরীর নিয়ে মানুষের সমাজে কিভাবে যাই?> লেখাপড়া কোথায় কীভাবে করলাম?কী এ প্রশ্ন দু'টি এসেছে মাথায়?হ্যাঁ, তবে আরো এক বস্তা পরিমান প্রশ্ন ইতোমধ্যে তৈরী হয়ে গেছে।ভালো কথা। বস্তার মুখ খুলে হাজার প্রশ্ন এক সাথে আমার উপর ঢেলে দিবেন না। ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। -কলেজের বয়স্ক অধ্যাপিকার মতো বলে সে। পার্থক্য শুধু এই, অধ্যাপিকারা এ রকম কথা বলার সময় হাসেন না। মত্স্যকন্যার মুখে হাসি লেগে আছে।সে চোখে মুখে গাম্ভির্য্য এনে বলে-মানুষের জগত সংসারে আমি যাই পূর্ণ মানবী রূপে। সুন্দরী স্মার্ট তরূণীর রূপ ধারণ করে। আমার মুখমন্ডল, এখন আপনি যা দেখতে পাচ্ছেন,এটাই থাকে। আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি পূর্ণ মানবী রূপে। কেউ টের পায় নি। এটা হয়েছে আমার মায়ের দোয়ায়। আমার মা ও বাবা মানব সন্তান ছিলেন। খোদার কসম খেয়ে মিথ্যা বলার অপরাধে আমার মাকে খোদা মত্স্যকন্যা বানিয়ে দেন। তখন আমার মা বাবা জাহাজে করে দুর দেশে যাচ্ছিলেন। মধ্য দুপুরে লাঞ্চ করে, জাহাজে শুয়েছিলেন বিশ্রাম নেয়ার জন্য। ঘন্টাখানেক ঘুম শেষে জেগে দেখেন মা মত্স্যকন্যা হয়ে গেছেন। বাবা বিস্ময়ে ভয়ে চিতকার করতেই মা থামান। বলেন,আমি স্বপ্নে দেখেছি,মত্স্যকন্যার রূপ হলো আমার সেই মিথ্যে কথাটির শাস্তি। তোমার সঙ্গে আর থাকতে পারবো না। সমুদ্র গভীরে চলে যাচ্ছি। আমাকে মাফ করে দিও। আমার পেটে তোমার সন্তান। পূর্ণ মানব হয়ে জন্মালে যে কোন উপায়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। আর মত্স্যকন্যা হয় যদি,সমুদ্র গহনের জগতেই থাকবে। তবে খোদার কাছে প্রার্থনা করবো তিনি যেনো সন্তানটিকে বিশেষ ক্ষমতা দেন, যাতে সে পৃথিবীতে মানুষের সমাজে ইচ্ছেমতো আসতে পারে।যাই, তোমার ভালবাসা সঙ্গে নিয়ে যাইযাই. মাঝে মাঝে তোমার দেখা পাওয়ার আশা বুকে নিয়ে যাইআমি যাই, তুমি থাকো, সুখে থাকো, কাউকে বিয়ে করে বাকী জীবন পার করোআমি যাই গো যাই, খোদা হাফেজ।কবিতার ভাষায় কথা ক'টি বলে মা আমার সাগরে ঝাঁপ দেন এবং তলিয়ে যান।আমি জিগ্যেস করি-আপনার মায়ের সেই মিথ্যে কথাটি কী ছিলো?মত্স্যকন্যা বলে-সেটা খুব সাধারণ একটা মিথ্যা। সেটা এখন আপনাকে বলবো না। পরে বলবো।আমি বলি-বিস্ময়কর! অবাক হলাম! অবাক হলাম এ জন্যে যে, এই আরব দেশে, এক যুগ ধরে ব্যবসায়িক লেনদেন করার সময় দেখেছি, অজস্র নারী পুরুষ কথায় কথায় কসম খায়। খোদার কসম খেয়ে অবলীলায় মিথ্যে কথা বলে। চট করে বলে, 'ওয়াল্লা ওয়াল্লা কসম বিল্লাহ আনা মা কাজ্জাব আলাইক।' মানে......আমাকে থামিয়ে মত্স্যকন্যা জানায়-থাক অনুবাদ করতে হবে না। আরবি ভাষা আমি বুঝি। পৃথিবীর প্রধান ভাষাগুলো আমার মেমরীতে আছে। সেটা খোদার বিশেষ দান। অনুবাদটা বলি?আমি হ্যাঁ সুচক মাথা নাড়ি।সে বলে-'ওয়াল্লা ওয়াল্লা কসম বিল্লাহ আনা মা কাজ্জাব আলাইক।' এখানে 'ওয়াল্লা ওয়াল্লা' এবং 'কসম বিল্লাহ'একই অর্থবোধক। ওরা কথা বলতে দুটিই ব্যবহার করে। কথাটার ইংরেজি তরজমা হলো- ইন গডস নেম, আই এ্যাম নট লাইং টু ইউ। আর বাংলা অনুবাদ হলো, 'খোদার কসম, আমি আপনাকে মিথ্যা বলছি না।'আমি জানতে চাই-আপনি পড়ালেখা কোথায় করেছেন?সে জানায়-বর্তমানে আপনাদের বাংলাদেশের রাজধানী, ইরানে, মিসরে, স্পেনে, লন্ডনে, সুইডেনে, আর আমেরিকায়। প্রতিষ্ঠানে খুব বেশী পড়ি নি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়েছি। তবে পড়াশুনা সব সময় করি। কোন বিষয়ে জানার ইচ্ছে হলে পৃথিবীর যে কোন দেশের পাবলিক লাইব্রেরীতে ঢুকে পড়ি। তিন/চার ঘন্টা গভীর মনোযোগে বইয়ের পাতায় চোখ বুলাই। গতকাল বিকেলেও এ দেশের কালচারাল ফাউন্ডেশনের পাঠাগারে ছিলাম। সন্ধার পর আপনাকে পাঠাগারে ঢুকতে দেখেছি। আপনি আমাকে দেখেন নি। আপনি গতকাল ইয়া বড় মেক্রপেডিয়া নিয়ে বসেছিলেন ঘন্টাখানেক।আমি বিস্ময়মাখা হাসি দিয়ে বলি-ঠিক বলেছেন। আমারও বিভিন্ন বিষয় জানার আগ্রহ প্রবল। তাই অবসরে বইয়ের জগতে ডুব দেই। কখনো কখনো কম্পিউটারে ওয়েবসাইটে ঘুরে বেড়াই।মত্স্যকন্যা বলে-আমিও মাঝে-মধ্যে ইন্টারনেট ক্যাফেতে গিয়ে ইচ্ছেমত ব্রাউজ করি। মজা করার জন্য চ্যাটিং রুমে ঢুকি। একদিন রিলিজিয়ন রুমে ঢুকলাম, সিরিয়াস ধর্মীয় বিতর্কে অংশ নেয়ার জন্য। ওরে বাবা! ওখানে দেখি, পোলা মাইয়ারা সেক্স চ্যাটিং করছে। আমি বেরিয়ে যাবো ভাবছি, এমন সময়, একষট্টি বছর বয়সের এক পোলা আমাকে পারসোনাল চ্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। প্রশ্ন করে, ইউ এফএম? আমি লিখি, রেডিওর শর্ট মিটার ব্যান্ডে আমি দেশ বিদেশের গান শুনি। এফএম ভালো লাগে না। ওই ব্যাটা প্রশ্ন করে, কী বলছো তুমি? আমি লিখি, তোমার প্রশ্নের উত্তর লিখেছি। সে লিখে,আমি জানতে চেয়েছি, তুমি মেইল না ফিমেইল? আমি লিখি, ও আচ্ছা, তো এফ আর এম এর মাঝখানে অবলিগ বা স্পেস দাও নি কেন? আমি তো সুন্দরী মাইয়া। সে লিখলো,আমি সেক্সের জন্য পাগল হয়ে আছি। তুমি কোথায়? হারি আপ কাম অন ডিয়ার! আমি লিখি, আমি এখন অস্ট্রেলিয়াতে। একটা থাপ্পর মাইরা তোমার বত্রিশটা দাত ফালাইয়া দিলে পাগলামী ছুইটা যাইবো। রিলিজিয়ন রুমে ঢুকে ফাইজলামী। অসভ্য কোথাকার! সে লিখে, আমি তো নিউইয়র্কে। তুমি সারা জীবন চেষ্টা করলেও অস্ট্রেলিয়া থেকে নিউইয়র্কের কাউকে থাপ্পর মারতে পারবে না।মত্স্যকন্যা একটু নড়েচড়ে আরো বললো-আমি আমার বিশেষ ক্ষমতা বলে মুহুর্তেই লোকটির নিউইয়র্কের বাড়ির বেডরুমে গিয়ে ঢুকি। দেখি, সে আন্ডারওয়ার পরে বসে কম্পিউটারে আমার উদ্দেশে বারবার বাজ করছে। আমি পেছন থেকে বাঁ হাতে ওর গালে একটা মিডিয়াম ওজনের থাপ্পড় লাগিয়ে বলি, হারামজাদা, রিলিজিয়ন রুমে ঢুকে সেক্সের পাগলামী আর কোন দিন করবি না। সে ধড়ফড় ক'রে উঠে বলে, কে আপনি কে?
ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া
ভালোবাসা কি?
মানবজাতির প্রজ্ঞার সামনে এ এক জটিল প্রশ্ন। যথাযথ সংগায়ন কঠিন। কারণ বহুমূখী এর ব্যাঞ্জনা।
ভালোবাসার প্রকারভেদের ভেতরেই কি এর সংগা লুকিয়ে আছে?
মূল কথনে যাবার আগে কিছু পংক্তি তুলে ধরি
এ জীবনের আঁধার পথে
পাও যদি কেউ এমন প্রাণ
যে তোমাকেই ভালোবাসে
আপন হৃদয় করবে দান।
প্রাণ খুলে তায় ভালোবাসো
জড়িয়ে ধরো বক্ষে থাকে
ত্যাগ করো সব তার খাতিরে
তুচ্ছ করো জগতটাকে।
--ওমর খৈয়াম
কলঙ্কী বলিয়া ডাকে সব লোকে
তাহাতে নাই দুখ
তোমার লাগিয়া কলঙ্কের হার
গলায় পড়িতে সুখ
--চন্ডীদাস
চাও নাহি চাও ডাকো নাহি ডাকো
কাছেতে আমার থাকো নাই থাকো
যাব সাথে সাথে র'ব পায় পায় র'ব গায় গায় মিশি
--রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেম এক, প্রেমিকা সে বহু
বহু পাত্রে ঢেলে পি'ব সেই প্রেম
সে সবার লোহু
--কাজী নজরুল ইসলাম
ব্যাস, আর উদ্ধৃতি না। এবার ভালোবাসার প্রকারভেদের ভেতরে গিয়ে ঢুকি। উপরোল্লিখিত উদ্ধৃতিগুলোতে মূলত নারী পুরুষের চিরন্তন প্রেম ভাবনার প্রকাশ রয়েছে। কিন্তু ভালোবাসা অগণন প্রকারে মূর্ত।
১.
সম্পর্কের ভেতরে ভালোবাসা লুকিয়ে থাকে। সম্পর্ক স্থান কাল পাত্রকে কেন্দ্র করেও রচিত হতে পারে। একট স্থানের জন্য, একটা পাত্রের জন্য, একটা নির্দিস্ট সময়ের জন্য ভালোবাসাবোধ তৈরী হতে পারে। স্থানটি পাত্রটি সময়টি হারিয়ে গেলে কিংবা হাতছাড়া হলে বেদনাপ্লুত হতে হয়; ফিরে পেতে মন আকুল হয়।
২.
পিতামাতার ভালোবাসা, ভাইবোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আত্মীয় কিংবা বন্ধুর ভালোবাসা তো আছেই। সমাজ সংসারের ভারসাম্য রক্ষায় এইসব ভালোবাসা গুরুত্ববহ। এই ক্ষেত্রে দায়বোধের সমান্তরালে ভালোবাসাবোধ সক্রিয় থাকলে মায়াময় একটা আবহ তৈরী হয়। কখনো দেখা যায়, রক্তের সম্পর্কের নিকটজনের চেয়ে দূরের বন্ধু বান্ধবী অনেক বেশি আপন হয়ে যায়।
৩.
আবহমান সমাজ সভ্যতার পরতে পরতে যৌক্তিক বিচার বিন্যাস কার্যকর হয়, সফল হয়, ভালোবাসার স্পর্শে। মায়াহীন সিদ্ধান্ত আর যান্ত্রিক উত্পাদন একই অর্থ বহন করে। যান্ত্রিকতা প্রয়োজন পূরণ করতে পারে কিন্তু অনিন্দ্য আবেশে জড়াতে পারে না।
৪.
ভালোবাসা এক প্রকারের শক্তি। এটোমিক প্রচন্ডতাও থেমে যেতে পারে পারে ভালোবাসার যথাযথ ব্যবহারে। ভালোবাসার শক্তি সমৃদ্ধি আনে, সুস্থতা আনে, শুদ্ধতা আনে। ভালোবাসাথেরাপি রোগ নিধনও করতে পারে। কেননা কখনো কষ্টের কান্তার পেরিয়ে অনুপম অনুভূতিও এনে দেয় ভালোবাসা।
৫.
নারী পুরুষের দেহের কামনায়ও ভালোবাসার মিশ্রণ আছে। এখানে পারস্পরিক প্রয়োজন পূরণের তাগিদের ভেতরে যদি ভালোবাসা অনুপস্থিত থাকে, তাহলে মধুর মিলন হবার সম্ভাবনা শুণ্য। সেক্ষেত্রে ওষ্ঠাধরের চুম্বন যৌনতার একটা দায়সারা গোছের শারীরিক অনুভূতি দেবে কিন্তু সাগরের উত্থাল উর্মির মতো দুই দেহের রক্ত কণিকাদের উদ্বাহু নৃত্য মন প্রাণ আকুল করবে না; খুব সহজ স্বাভাবিক মহুয়া মাতাল বোধের কুঞ্জে প্রবেশ করবে না দুই প্রাণ দুই দেহ।যৌনতার সাথে ভালোবাসার একটা সম্পর্ক আছে মাত্র। যৌনতার তৃষ্ণাই ভালোবাসা না। ধর্ষণে জৈবিক তৃষ্ণা মিটে ধর্ষকের শুধু। ওখানে মনের ছোঁয়া থাকে না। 'তব অঙ্গ লাগি মোর অঙ্গ কাঁদে'-এখানে ভালোবাসা আর যৌনতার তৃষ্ণা একাকার। ভালোবাসামাখা যৌনতার অনুভূতি নিঃসন্দেহে এক বিস্ময়কর অতুলনীয় অনুভবের জগতে সন্তরণ করায়।
৬.
কখনো মেধা কখনো দেহের সৌষ্ঠব কখনো আচরণের শৈল্পিক প্রকাশ ভালোবাসাবোধ সৃষ্টি করতে পারে। কবিকে শিল্পীকে লেখককে দার্শনিককে বিজ্ঞানীকে চিত্রকরকে কিংবা বিশেষ আলোকিত মানব মানবীকে আমরা ভালোবাসি কেন? সে ভালোবাসাটাও কি কম গভীর? প্রিয় শিল্পীর মৃত্যুতে শোকাহত হতে হয় নিদারুণ। কোন বড় মাপের মেধাবী মানব মানবীর জীবনাবসানে লাখো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়, অশ্রুর ধারা নামে, নির্বাক হতে হয়, স্বাভাবিক জীবন যাপন এলোমেলো হয়ে যায়। শুধুমাত্র লেখা পড়ে পাঠক মহলে সংশ্লিষ্ট লেখকের জন্য মায়া অনুভব হয়। হয়তো জীবতকালে কখনো ওই লেখককে সরজমিনে এক নজর দেখার সুযোগ হয় নি। তবু তাঁর সৃষ্টি-কর্ম পাঠকের মন ছুঁয়েছে বলেই ভালোবাসাবোধ তৈরী হয়।
৭.
কখনো মনে হয় ভালোবাসা আর সুন্দর একই মুদ্রার এপিট ওপিট। মনে হয় স্পেসটাইম বা টাইমস্পেস এর মতো। যাহা সময় তাহা স্থান, যাহা স্থান তাহাই সময়। সুন্দর মিলিয়ন প্রকার। ভালোবাসাও মিলিয়ন প্রকার। সুন্দর আকর্ষণ করে। ভালোবাসাও আকর্ষণ করে। দূর বহুদূর হতে অনুভূতি ছুটে আসে আর যায় মনের অলিন্দে। ভালোবাসা সুবোধ দেয়, ইতিবাচকতা দেয়। সুন্দরও সুবোধ দেয়, ইতিবাচকতা দেয়। ভালোবাসা প্রাণজ দোলা দেয়; সুন্দরও প্রাণজ দোলা দেয়।
৮.
ভ্রাম্যমান মানুষের মনের সাথে ভালোবাসাও ঘুরে বেড়ায়। কখন কোথায় যায় ঠিক নাই। স্থির থাকে না। ভালোবাসাও কমে বাড়ে। বিকৃত হয়,বিভাজিত হয়, কৃত্রিম হয়। ভালোবাসাকে ব্যবহার করে মানুষ অপকর্মও করে। যে ভালোবাসায় সহজ স্বাভাবিকতা নেই, সেখানে মধুরতাও নেই। ভড়ং দিয়ে ভালোবাসাকে অলংকৃত করা যায় না। ভালোবাসাকে চাপিয়ে দেয়া যায় না। জোরপূর্বক ভালোবাসাও যায় না।ভালোবাসা মানুষকে নিদারুণ অসহায় বানায়। ভালোবাসার গহনে সাঁতার কাটতে কাটতে দিকভ্রান্তিও আসে। পাপ পূণ্যের ভেদাভেদ ভূলে যায়। জাগতিক অনেক চেতনা চাপা পড়ে। প্রাপ্তবয়স্ক মানুষের আচরণ হয়ে ওঠে শিশুসুলভ।
৯.
ভালোবাসা সৃস্টিশীল। ভালোবাসার সম্মিলিত পরশে ব্যক্তি সমাজ রাষ্ট্র প্রাণ পায়, উজ্জীবিত হয়, অনুপ্রাণীত হয়। ভালোবাসার প্রাখর্য্য বন্ধ দুয়ার খুলে দেয়। প্রিয়তমার/প্রিয়তমের প্রতীক্ষার প্রহরে কন্ঠের কারুকাজে সুন্দরম শব্দ বিন্যাসে গীতল মাধুরী ছড়িয়ে ভালোবাসা প্রকাশিত হয়। ভালোবাসা সমুদ্রের ঢেউ হয়, ভালোবাসা ঝর্ণাধারা হয়, ভালোবাসা স্রোতস্বীনি নদী হয়, ভালোবাসা বৃষ্টি হয়ে নেমে আসে আকাশ ও চোখের গহন থেকে। ভালোবাসা সবুজ ঘাসের গালিছায় জোছনাশোভিত হয়। ভালোবাসার পরশে মায়ের কোলের প্রানবন্ত ফুলের মতো শিশুটি খিলখিল করে হেসে ওঠে।
১০.
বিস্ময়কর সত্য হলো এই, ভালোবাসার জন্য মানুষ ধ্বংসের খেলায় মাতে, রাজনীতি করে, কূটনীতি করে, যুদ্ধ করে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। জগতের জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে রক্তক্ষয়ী লড়াইয়ের পেছনে নিজ নিজ পক্ষের জন্য ভালোবাসা ক্রিয়াশীল। যদিও এই প্রকারের ভালোবাসায় যথেষ্ট মূর্খতা অন্ধতা বিদ্যমান। নিজ নিজ ধর্মের ভালোবাসার ডাকে অন্ধ মানুষ ধর্মযুদ্ধেও লিপ্ত হয়। পৃথিবীর ইতিহাসে ধর্মীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লড়াইগুলো সত্যিই বেদনাদায়ক। অথচ প্রধান ধর্মগ্রন্থগুলোর মূল বাণীতে মানবজাতির জন্য ভালোবাসায় পরিপূর্ণ। তবু অবস্থানগত বাধ্যতা নির্মমতা নিয়ে আসে। মানুষ নিজকে, নিজেদেরকে ভালোবেসে অন্যের ভালোবাসাকে আঘাত করে।
১১.
পশু পাখির ভালোবাসা দেখেছেন? আমি দেখেছি, চৈত্রের নিস্তব্দ দুপুরে অথবা শীতার্ত সন্ধ্যায় গায়ে গায়ে লেগে শিরীষের নিভৃত ডালে বসে আছে দু'টি ঘুঘু। আমি দেখেছি, গলায় গলা জড়িয়ে প্রশান্ত ছিলের পারে বসে থাকে হংস আর হংসিনী। মায়ের উষ্ণ ডানার অন্দরে বসে শুধু চোখ মুখ বের করে তাকিয়েছে মুরগী ছানারা। আমি বলেছি, 'বাচ্চারা মুখ লুকাও নইলে চিল নেউল দেখে ফেলবে।' সাথে সাথে ওরা ঢুকে গেছে মমতার অন্তঃপুরে। আমি দেখেছি, পরস্পরের কোলে মুখ লুকিয়ে ঘুমিয়েছে কুকুর কুকুরী।
১২.
ভালোবাসা আবেগজাত এক অদৃশ্য চেতনা। বাংলার ভাববাদী দর্শনের ভেতরে শুধু প্রেম আর প্রেম। তাই শত দুঃখ কষ্টে থেকেও বাঙালি মরমী সংগীতের সুধা পান করে করে অনিন্দ্য আনন্দে ভাসে। মরমী ভাবনায় নারী পুরুষের দেহজ প্রেমের রূপকে প্রকাশ পায় অনন্তের প্রেম। রাধা-কৃষ্ণ, লাইলি-মজনু, শিরী-ফরহাদ, রোমিও-জুলিয়েট ইত্যাকার সবাই প্রেম প্রকাশের উপলক্ষ। ওরা প্রতীক। ওরা উপমা। ওরা দৃষ্টান্ত। বিচ্ছেদ বিরহের গান গজলগুলো সমর্পিত আত্মার আহাজারি; পরমাত্মার বিচ্ছেদে জীবাত্মার বেদনাপ্লুত ক্রন্দন।মরমি সাধকেরা প্রেমাগুনে পুড়ে আংগারা হন; প্রেম দরিয়ায় তরী ভাসান; হৃদপিঞ্জরের পাখিকে দর্শনের চেষ্টা করেন।আর উজান গাঙ্গের নাইয়া মানে শত প্রতিকূলতার বিরুদ্ধে ছুটে চলা প্রেমিক প্রেমিকা। এই প্রেমের হিসাব বড় আজব; খুব চমৎকার। জাগতিক অংকের হিসাবটা হলো, এক+এক=দুই। কিন্তু এই প্রেমের হিসাবে ১+১=১ হতে হয়। ব্যাপারটি পুরোপুরি সাইকোলজিক্যাল। ব্যাপারটি মেন্টাল; ব্যাপারটি অদৃশ্যের; ব্যাপারটি মনের; ব্যাপারটি অরূপের। মেটেরিয়েলটা, বস্তুটা, দেহটা মাধ্যম মাত্র। আমার মনে হয়, মহাবিশ্বের সকল সৃষ্টিই প্রতীক।এই জগতমন্ডল প্রতীকায়িত। এই জগতে মায়া আছে, মায়ার বন্ধন আছে, আবার বিচ্ছেদও আছে। বিচ্ছেদ মায়ার অনুভূতিকে শাণিত করে। আবার মায়া জীবনকে উজ্জীবিতও করে, অনুপ্রাণিত করে। মায়া সৃষ্টিশীলতাকে ধারণ করে আদি থেকে অন্তের দিকে ছুটে চলেছে নিরন্তর।
প্রাসঙ্গিক দ্রস্টব্যঃ
জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়তে লড়তে পর্যুদস্থ পথিক বলেন, 'ভালোবাসা-টাসা কিছু নাই রে ভাই! শুধু প্রয়োজনে দিন যাপন আর কাজ করে যাওয়া।' কথাটা অভিমান থেকে বের হয়। তিনিও তার নিজের জীবনকে ভালোবেসে এবং তার জীবনের সাথে জড়িত অন্যান্য ভালোবাসার প্রসঙ্গগুলোকে রক্ষার তাগিদেই জীবনের ঘানি টানতে থাকেন।
Subscribe to:
Posts (Atom)