Pages

Wednesday, April 2, 2008

মায়াবোধ ষোল আনা হতে বাকি নেই,পিঞ্জর অচেনা শুধু

দু'টি কবিতা

কেনো যে তোমাকে ভালো লেগে গেলো জানি না

তেরা হোসনু সে মেরা ক্যায়া হ্যায় গরজ/ তেরি জাত সে মেরা ইশক হ্যায়/ তুঝে দেখ নে কি হ্যায় আরজু/ তু খেজা মে হো কি বাহার মে'..................

কেনো যে তোমাকে ভালো লেগে গেলো জানি না
ভালোবাসাকে আমি ভয় করি
চলতে পথে নিয়ম-সূত্র ধরিচলা ভালো, তবু কখনো কখানো মানি না

কেনো যে তোমাকে ভালো লেগে গেলো জানি না
আজ কাল শুধু ভাবি তাই
দেখাবো, যদি কখনো সুযোগ পাই
শুধু বেঁচে থাকার জন্যে জীবনের ঘানি টানি না

কেনো যে তোমাকে ভালো লেগে গেলো জানি না
ও ফুল ও পাখি ও নদী
তোমাদের সাক্ষী রাখি যদি
বলে দিও, প্রেম কোনো জলাশয়ের পানি না

কেনো যে তোমাকে ভালো লেগে গেলো জানি না
দেহের রূপের পাগল নই আমি
অন্তর দেখে ডুব সাঁতারে নামি
তোমার সমান বানাতে আর কাউকে টানি না

২.মায়াবোধ ষোল আনা হতে বাকি নেই,পিঞ্জর অচেনা শুধু

'কোকিল আমার উপায় বল
প্রাণ বন্ধুয়ার খবর জানলে আমায় নিয়া চল.......................'

সন্ধান শুরু হয়েছে জগতময়; এই পারে ওই পারে.....কে যেনো কার মনে বসত করে চুপিচুপি....
গ্রহবাসী সকলের বোধগম্য নয়, দু'টি মনের মায়াবোধ ষোল আনা হতে বাকি নেই একটুও....পিঞ্জর অচেনা শুধু
মেঘের কোলে রোদের হাসি উঁকি দিয়ে দেখে বারবার দু'টি পাখির বর্ণ ভাষার বিন্যাস....
মন কাড়ে পলকে প্রীতি.... আহা কি সুন্দর মৌমাছি-মনের মরম!
স্বপ্নগুলো ময়ুরের মতো পেখম মেলে
সময় থেমে যায়। কোথায় তারা? ইনফিনিট সময়ের অন্তরে?
ফুলের পরাগায়ন থেমে থাকবার নয়; এই কথা সকলের জানা...
জীবন রেখে যায় পৃথিবীতে আরেক জীবন, মায়ার কুহকে করে লেনদেন
তবু কিছু মানুষের স্বপ্নেরা অশ্রুর বান ডাকা জোয়ারে ভাসতে ভাসতে অবশেষ-নিঃশেষ হয়!
মনের মরমী বণিক
মরুপথ দীর্ঘ অতি,প্রণয়ের পত্র লিখে জানিয়ে দাও-
প্রতীক্ষাতেই প্রেমের মহিমা....বলে দাও- আমরা পরস্পরের ভাবনায় বসত করি...
মনে মনে অদৃশ্য মায়ার বাঁধনের কথা ছড়িয়ে দেই ঈথারের দিকে....

সন্ধান শুরু হয়েছে জগতময়; এই পারে ওই পারে.....কে যেনো কার মনে বসত করে চুপিচুপি....গ্রহবাসী সকলের বোধগম্য নয় , দু'টি মনের মায়াবোধ ষোল আনা হতে বাকি নেই একটুও....পিঞ্জর অচেনা শুধু

No comments: