লতাগুল্মেরও আর্তনাদ, ফুল পাখি সবুজ অবুঝ স্বপ্ন
তিন মাত্রার দুনিয়াদারি, বেশ বেশ!
ভালো কলা কৌশল লেনদেন শূন্যে ভাসমান!
বহুদূরে বসে যে মনপাঠ করো, বুঝি, এও বুঝি
ঘটনাচক্রে এইমতের উর্ম্মি কেন এতো উন্মাদ উতলা!
প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা, আহত স্বপ্নগুলো
এথিক্সের দিকে মোটেও নজর রাখে না।
একটি নিহত স্বপ্নের আলোকিত মুখমন্ডল দেখে
এথিক্স ভয় পেয়ে যায়, এথিক্স পালাতে চায়!
ধরো, পাখিটির, ফুলটির, সবুজের অবুঝ স্বপ্নটির
নাম রাখা হলো স্বপ্ন-যৌবন-ছায়া
ওটা তুমিও হতে পারো ।
ওই জল টলমল উজ্জল চোখ, ঠোঁট কপোলে প্রশান্ত আহবান!
বেশ চনমন সৃজন প্রমোদে এলোকেশ আহলাদ ছড়ায়
গায়-
জানি, তোকে ভালোবাসলে কেয়ামত কেয়ামত, মৃত্যু আলিঙ্গন
তবু তুই ছাড়া আমি নেই তুই-ই অনুখন।
আমার কোনো হৃদয় নেই রে
নেই,নেই কোনো বোধের উদ্বোধন
আমার এথিক্সের হৃদয় তোর হয়ে থাকলো নিরংকুশ উন্মন
জানি, তোকে ভালোবাসলে কেয়ামত কেয়ামত, মৃত্যু আলিঙ্গন!
২৩/১০/২০১০
No comments:
Post a Comment