Pages

Wednesday, November 21, 2007

এক আহত পথিকের কথা


জিউস কন্যা আর্টিমিসের তীব্রতা ধার করে এনে

ভালোবাসা তার বক্ষে মেরেছে কথার তীর, বিষমাখা...

ভূপাতিত পড়ে থাকা পৃথিবীর পথে অচেনা পথিক
এতোটুকু শুশ্রুষা দেয়ার কেউ নেই
কারো জানা নেই তার আহত হওয়ার খবর
কেউ জানে না এই পথিকের হৃদপিন্ড বিক্ষত, রক্তাক্ত

ভালোবাসার জন্য মরুভূমির পথে দিন রাত যদিও
পথিক বঙ্কিম পথে যেতে পারে না কিছুতেই
আর্টিমিস-ভালোবাসা তা টের পেয়েছিলো শতভাগ

যে-ভালোবাসার জন্য পথিক কেঁদেছে নিভৃতে একাকি
বছরের পর বছর, দিনের পর দিন
এই কথা জানে পৃথিবী ও তার কক্ষপথের ঘূর্ণন
কিন্তু মানুষেরা জানে না
সেই ভালোবাসা আর্টিমিস হয়ে মেরেছে তীর
যখন সে পরিশ্রান্ত-ক্লান্ত বহুবিধ দুঃখের প্রান্তরে
যন্ত্রণা কাতর পথিকেরে আমি দেখে বেদনা ভারাক্রান্ত হয়েছি

এবং শুনিয়েছি কাজী নজরুল ইসলাম-
'মুসাফির মোছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া...