Pages

Friday, November 23, 2007

কবি'র ক্ষমতা

অলংকৃত শব্দ কিংবা বাক্যের ভেতর থেকে
সুন্দর বেরিয়ে এলে তুমি যেতে পারবে না কবিকে রেখে
একা। তোমার পিছু নেবেন কবি পথে পথে
যতদূর তুমি যাবে ততদূর পর্যন্ত কোনোমতে
হলেও তোমার সাথে থাকার চেষ্ট করবেন কবি।

কবিকে তুমি বিজ্ঞানী বলতে পারো
এইজন্যে যে নিয়ম-সূত্রের হিসেব ছাড়া তারও
আবিস্কারের ক্ষমতা আছে। সারাক্ষণ
শব্দ ও বাক্যের অন্তর খুঁড়ে খুঁড়ে তিনি হন
সুন্দরতম ভাষা ও বোধের উদ্ভাবক।

কবি'র ভাষা কিংবা শব্দ আততায়ী হতে পারে
এবং সহজেই মনের দরোজার কড়াও নাড়ে।

No comments: